মঙ্গলের ভোর থেকে ফের তান্ডব কালবৈশাখীর, স্বস্তিতে শহরবাসী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তীব্র দাবদাহের পর সোমবার বিকেল থেকে ঝড়, বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তিতে শহরবাসী। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই কম-বেশী দাপট দেখায় কালবৈশাখী।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার পর্যন্ত রাজ্য ঝড়-বৃষ্টি চলবে। সোমবার রাতের পর মঙ্গলবার বেলা গড়াতে না গড়াতেই আধাঁর ঘনিয়ে আসে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সেই সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, বিহার লাগোয়া উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখাও। ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে।সম্ভাবনা রয়েছে দমকা বাতাস, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই তিনদিন ঝড়ের গতিবেগ বাড়তে পারে। সেই সঙ্গে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেও জানা গেছে।
ঘূর্ণাবর্তের ফলে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম ,বর্ধমান. নদীয়া, মূর্শিদাবাদ সহ দুই মেদিনীপুরে।
প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় সবথেকে বেশী বৃষ্টি হয়েছে, ব্যারাকপুর, বর্ধমান ও বাঁকুড়ায়। সেই তুলনায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল যথেষ্ঠ কম।