ঘরে থাকুন, সুস্থ থাকুন’, খিদিরপুর-পার্ক সার্কাসে বার্তা মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবারের পর বুধবারও করোনা সচেতনতায় সতর্কতামূলক প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে বেরিয়ে সোজা খিদিরপুর চলে যান মুখ্যমন্ত্রী।
গাড়ি থেকেই স্থানীয়দের লকডাউন সফল করতে আবেদন জানান মুখ্যমন্ত্রী। একইভাবে এদিন ফের পার্ক সার্কাসে যান মুখ্যমন্ত্রী। সেখানেও করোনা মোকাবিলায় প্রত্যেককে ঘরে থাকতে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।
করোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন। এরাজ্যেও থাবা বসিয়েছে মারণ করোনা। সংক্রমণ রুখতে এরাজ্যেও লকডাউন চলছে। লকডাউন সফলভাবে পালন করতে এবার পথে নেমেছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবারও রাজাবাজার ও পার্কসার্কাসে গিয়ে স্থানীয় বাসিন্দাদের লকডাউন সফলভাবে পালন করতে এগিয়ে আসতে অনুরোধ করেন। বুধবার নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকের পর সোজা খিদিরপুরে চলে যান মুখ্যমন্ত্রী।
খিদিরপুরে গিয়ে গাড়ি থেকেই এলাকাবাসীকে লকডাউন মেনে চলতে আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গাড়ি থেকে নেমে আপনাদের মধ্যে যেতে পারলে খুশি হতাম। লকডাউন চলায় সেট করতে পারলাম না। করোনা মোকাবিলায় প্রত্যেকে ঘরে থাকুন।‘
মানবিক রূপ পুলিশের -ঘরে ঘরে গিয়ে খাদ্যদ্রব্য বন্টন কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমির
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি জানি এই সময়টায় খুব কষ্ট হচ্ছে। বাচ্চারাও সমস্যা পড়ছে। বাড়িতে থাকতে হচ্ছে। কিন্তু এই ভাইরাসের মোকাবিলা করতে গেলে এটা করতেই হবে।’
এরই পাশাপাশি কারও শরীরে জ্বর, সর্দি, কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, ‘জ্বর, সর্দি, কাশি হলে লুকোবেন না। হাসপাতালে যান। চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক যা বলবেন তাই মেনে চলুন। ভয় পাবেন না।’ লকডাউনের জেরে কারও কোনও সমস্যা হলে দ্রুত পুলিশ প্রশাসনকে জানাতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘লকডাউনের জেরে অসুবিধা হতেই পারে। কেউ কোনও সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। পুলিশ যথোপযুক্ত পদক্ষেপ করবে।’
খিদিরপুরের পাশাপাশি এদিন ফের পার্ক সার্কাসে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েও একইভাবে লকডাউন সফল করতে স্থানীয় বাসিন্দাদের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।