করোনা আক্রান্ত ফলবিক্রেতা ! শ্যামবাজারে বাড়ছে উদ্বেগ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এক ফল বিক্রেতাকে করোনা উপসর্গ আক্রান্ত সন্দেহে পুলিশ আরজিকর হাসপাতালে নিয়ে যায়।

জানা গিয়েছে ,গত কয়েকদিন ধরে শ্যামবাজার মোড়ে ফল বিক্রেতা ফল বিক্রি করছিলেন। তার জ্বর হয়েছে, সঙ্গে কাশি এবং উপসর্গের সমস্ত ধরনের লক্ষণ তার মধ্যে রয়েছে ।

ওই ফল বিক্রেতার কাছ থেকে গত ৭ দিনে কারা ফল কিনেছে তার খোঁজ শুরু করেছে পুলিশ। সম্প্রতি  শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে একটি বাড়ির মালিক একাই থাকতেন। তিনি করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ওই বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।

মুম্বাইতে আটকে একাধিক ছাত্রছাত্রী প্রত্যেকদিন বাড়ছে অনিশ্চয়তা

এবার শ্যামবাজার মোড়ে ওই বাড়িটির নিচ দিয়ে ফুটপাতে চলাচল বন্ধ করে দিল পুলিশ।

উল্লেখ্য ওই বাড়িটি নিচে রয়েছে একাধিক জেরক্স ও টাইপ মেশিনের দোকান। সেখানে ব্যস্ত সময় প্রতিদিন বহু মানুষ জেরক্স করে ও টাইপ মেশিনে চিঠি, জরুরী কাগজপত্র টাইপ করে জীবিকা নির্বাহ করে।

প্রসঙ্গত, যত দিন যাচ্ছে ততই উদ্বেগ বাড়াচ্ছে করোনা। গড়ছে নতুন মৃত্যুর রেকর্ড। এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে সেদিকেই তাকিয়ে দেশবাসী।

সম্পর্কিত পোস্ট