যোগা,জিম ও সুইমিং পুল খোলার দাবিতে পথে মালিকপক্ষ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শহরের বুকে জিম, কারাটে, সাঁতার,যোগা প্রভৃতি শারীরিক কসরতের কেন্দ্র খুলে দেওয়ার দাবিতে পথে নামলো এর সঙ্গে যুক্ত প্রশিক্ষিক, অনুরাগী, ও বিভিন্ন কেন্দ্রের মালিকেরা।
সমাজের অন্যান্য ক্ষেত্র আনলক ওয়ানে খুলে দেওয়া হলেও খুলছে না এই সকল কেন্দ্র। ফলে রোজগার কমেছে তাদের।
আজ এই মর্মে প্ল্যাকার্ড হাতে বারাসাতের রাস্তা পরিক্রমা করেন তারা। লক ডাউনের পরে শপিং মল সহ সমস্ত ক্ষেত্র উন্মুক্ত হলেও কেন যোগা বা জিম প্রতিষ্ঠান বন্ধ থাকবে প্রশ্ন জিম ও যোগা সংস্থাগুলির।
করোনা জিম বা যোগা থেকে ছড়ায় না বরং শারীরিক কসরৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জানিয়ে জিম ও যোগাকেন্দ্র খুলে দিতে হবে , দাবী তাদের। আর বিষয়টি রাজ্য প্রশাসনের নজরে আনতে উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতে পথে নামল জেলার জিম ও যোগা সংপঠন।
বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা দিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী
তাদের দাবি অবিলম্বে এই সব কেন্দ্র চালু করে তাদের আয়ের পথ সুগম করা হোক। এই মর্মে নবান্নে তারা চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।
বারাসাত পুরপ্রশাসক বোর্ডের প্রধান সুনীল মুখার্জী জানান সব শিক্ষা প্রতিষ্ঠানের মত জিম -যোগা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখনও দেশে খোলে নি। ধৈর্য ধরতে অনুরোধ জানিয়ে সুনীল মুখার্জীর বক্তব্য, আরো সময় দিতে হবে।
প্রসঙ্গত এর আগে উত্তর ২৪ পরগনার বারাসাতের চাঁপাডালি মোড় সংলগ্ন একটি বেসরকারি জিমে বারাসাত, মধ্যমগ্রাম ও সোদপুরের জিম যোগা ও সুইমিং পুলের মালিকপক্ষ একত্রিত হয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।
সেদিনই তাঁরা জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানান। পাশাপাশি হুঁশিয়ারী দিয়েছিলেন সমস্যার সমাধান না হলে আগামীদিনে বৃহৎত্তর আন্দোলনের পথে যাবেন তারা ।