সোমবার থেকে খুলছে বেলুড় মঠ, থাকছে একগুচ্ছ বিধিনিষেধ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লকডাউনের মধ্যেই শুরু হয়ে গিয়েছে আনলক পর্ব। সেই পর্বেই খুলে যাচ্ছে একের পর এক ধর্মীয় স্থান। দক্ষিণেশ্বর খুলে গিয়েছে একদিন আগেই। এবার পালা বেলুড় মঠের।

সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার থেকেই খুলে যেতে চলেছে এই মঠের দরজা। বৃহস্পতিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় মঠ কর্তৃপক্ষ।

তবে মঠের তরফে জানানো হয়েছে মঠ খুলে দেওয়া হলেও ভক্তবৃন্দকে মেনে চলতে হবে কঠোর নিয়ম্বিধি। তবেই মিলবে মঠের ঢোকার ছাড়পত্র।

বেলুড় মঠ কর্তৃপক্ষ এদিন ঘোষণা করেছে যে আগামী সোমবার থেকেই খুলে দেওয়া হবে মঠের দরজা। ঢুকতে পারবেন ভক্তরা। তবে দশজন করে। প্রথম দশজন দর্শন শেষে বেরিয়ে গেলে তবেই পরবর্তী দশজনকে ভিতরে যেতে দেওয়া হবে।

করোনায় নতুন রেকর্ড, আক্রান্তের নিরিখে চতুর্থ স্থান ভারতের

সেই সঙ্গে ভিতরে বসে ধ্যান করা যাবে না বলেও এদিন মঠের তরফে জানানো হয়েছে। এমনকি ফুল-মিষ্টি নিয়েও আসা যাবে না। সামাজিক দূরত্ব মেনে দাঁড়াতে হবে লাইনে মূল মন্দিরের বাইরে।

সেখানে মঠের তরফে আগে থেকেই মার্কিং করে দেওয়া ব্যবস্থা থাকবে। একই সঙ্গে এই নিয়মও থাকবে যে মঠের দর্শনার্থীরা শুধুমাত্র মঠ দর্শন করেই চলে যাবেন, মঠের মহারাজদের সঙ্গে দেখা করা যাবে না।

উল্লেখ্য দক্ষিণেশ্বর মন্দির খুলে গেলেও এখনও পর্যন্ত ভক্তদের সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়নি। তবে চলতি সপ্তাহের শনিবার থেকেই ভক্তদের জন্যও সেখানকার দরজা খুলে দেওয়া হচ্ছে।

তবে বেলুড় মঠে সেই রকম কোনও বিধি ব্যবস্থা থাকছে না। এদিনের বৈঠকেই ঠিক হয়েছে রবিবারের মধ্যে মূল মন্দির সহ অনান্য মন্দিরগুলিও স্যানিটাইজড করে ফেলা হবে।

তারপর সোমবার থেকেই মঠের দরজা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। গত আড়াই মাস ধরে মঠের দরজা বন্ধ রয়েছে ভক্তদের জন্য।

সেই কারনে এই সময়ে অনেকেই মঠের ভিতরে ঢুকতে না পেরে প্রতিদিন মঠের বাইরে এসে দরজায় মাথা ঠেকিয়ে প্রণাম করে চলে যেতেন।

এবার সোমবার থেকেই মঠের ভিতরে ঢুকতে পারবেন তাঁরা। স্বাভাবিক ভাবেই এই খবরে খুশির রেশ ছড়িয়েছে ভক্তবৃন্দদের মাঝে।

সম্পর্কিত পোস্ট