দমদম ও লেকগার্ডেন্সে দুটি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে বিক্ষোভ, চাঞ্চল্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার দক্ষিণ কলকাতার লেকগার্ডেন্সে একে ঘােষ মেমােরিয়াল ও উত্তর শহরতলির দমদমের সেন্ট মেরিজ স্কুলে ফি বৃদ্ধি নিয়ে বিক্ষোভ প্রতিবাদ দেখান অভিভাবকরা । যার জেরে স্কুল চত্বরের মধ্যেই তৈরি হয় চাঞ্চল্য।

রীতিমতাে পুলিশি মধ্যস্ততার মাধ্যমে শেষে হঠানাে হয় বিক্ষোভকারী অভিভাবকদের। দমদমের সেন্ট মেরিজ স্কুলের অভিভাবকদের অভিযোগ , লকডাউন চলাকালীন স্কুলের অনলাইন পেমেন্টের লিঙ্ক বন্ধ ছিল তাই তারা ফি দিতে পারেনি ।

অথচ এখন ২০০ টাকা করে লেট ফাইন নেওয়া অভিভাবকদের কাছ থেকে । এছাড়াও টিউশন ফি , ইলেকট্রিক বিল , স্কুলের ক্লিনিং চার্য পর্যন্ত নেওয়া হচ্ছে ।

স্কুল কর্তৃপক্ষ অবশ্য বলছে স্কুলের নিয়মকানুন নিয়ে কোনও আপােস করা যাবে না । তাকে মান্যতা দিতে হবে । এদিকে এই বিক্ষোভের জেরে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ ।

স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পাল ঘটনাস্থলে পরিস্থিতি আয়ত্তে আনতে সেখান যান । অভিভাবকদের কাছে তিনি আবেদন জানিয়েছেন স্কুলের সঙ্গে যেন আলােচন মাধ্যমে সমস্যার সমাধান করা হয় ।

১৫ জুনের মধ্যে সমস্ত নদী বাঁধকে জুড়তে নির্দেশ শুভেন্দুর

এদিকে এদিন এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ কলকাতার লেকগার্ডেলের একে ঘােষ মেমােরিয়াল স্কুলেও একই অভিযােগ ওঠে । সেখানেও ফি বৃদ্ধির ব্যাপারে অভিভাবকদের সঙ্গে বৈঠকে করে স্কুল কর্তৃপক্ষ ।

তারপরই অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন । অভিভাবকদের অভিযােগ ওই বৈঠকে স্কুল কর্তৃপক্ষ শুধুই ১০ শতাংশ ফি বাড়ানাের পক্ষে দাবি জানিয়ে যাচ্ছিল । তারা মানতে পারছিলেন না । তারপরেই এই বিক্ষোভ – প্রতিবাদ ।

অভিভাবকদের আরও দাবি , লকডাউনে আয় তলানিতে ঠেকেছে । তাই এই সময় কোনওভাবেই অতিরিক্ত টাকা দেওয়া সম্ভব নয় । তাছাড়া লকডাউনের কারণে কোনও পড়ুয়াই স্কুলে যাচ্ছে না ।

শুধুমাত্র বাড়িতে অনলাইনে ক্লাস করেছে তারা । তাই টিউশন ফি ছাড়া অন্য কোনও খাতে আর ফি দিতে রাজি নন অভিভাবকরা।এরকম একাধিক দাবিতে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা ।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

সম্পর্কিত পোস্ট