তিন সপ্তাহ অকেজো বিল জমা দেওয়ার কিওস্ক, হয়রানি গ্রাহকদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘ প্রায় তিন সপ্তাহ হতে চলল বালুরঘাট শহরের এক মাত্র বিদ্যুৎ বিল জমা দেওয়ার কিওস্ক অচল হয়ে পড়ে থাকায় বিপাকে শহরের বেশির ভাগ বিদ্যুৎ গ্রাহকরা।
বালুরঘাট মিউজিউমের পার্শ্ববর্তী পুরনো বিদ্যুৎ দফতরের অফিসে অবস্থিত এই বিদ্যুৎ বিল নেওয়ার কিওস্কটি তে গেলেই দেখতে পাওয়া যাবে লিংক ফেল এর হাতে লেখা নোটিশ ঝুলছে ।
লিংক ফেল হয়ে দীর্ঘ দিন ধরে অচল হয়ে পড়ে থাকলেও কিওস্কটি কিন্তু তাদের খোলা বন্ধের নির্ধারিত সময় অনুযায়ী তা করা হচ্ছে। গ্রাহকরা বিদ্যুৎ বিল দিতে গেলেও তা দিতে না পারলেও তা সারিয়ে তোলা নিয়ে হেল দোল নেই বিএসএনএল দপ্তরের ও ওই কিওস্ক চালানো কোম্পানীর।
শক্তি বাড়ছে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের
যদিও কিওস্ক দফতরের কর্মীরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে টেলি লাইনের লিংক এর জন্য মোডেম পুড়ে গেছে বলে টেলিফোন দপ্তরের কর্মীরা এসে দেখে জানিয়েছিল । তারা ক’দিন পর সেই মোডেম তাদের তরফে বাইরে থেকে কিনে এনে দিলেও বিএসএনএল এর কর্মীরা তাদের লাইনের ফল্ট ধরে উঠতে পারছে না। তাই কিওস্ক কাজ করছে না বলে তারা জানিয়েছে।
যদিও বিএসএনএল এর কর্ম সংষ্কৃতি বিশেষ করে এই জেলার মানুষ ভালমতই জানেন। তাই বিএসএনএল দফতরে এই নিয়ে খোঁজ খবর নিতে গেলে লকডাউন চলার জন্য কর্মীদের সিফটিং চলছে বলে কেউ কোন বিষয়ে আলোকপাত করতে পারেনি।
তাই কবে কিওস্কটি ফের চালু হয়ে বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি থেকে নিস্তার দেবে তা কেউ বলতে পারছে না।