কোভিড চিকিৎসায় রোগীদের পাশে দাঁড়তে আসতে চলেছে রাজ্যের আর্য়ুবেদিক চিকিৎসকরাা
দ্য কোয়ারি ডেস্ক: সরকারি এবং বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রায়ই উঠছে রোগী প্রত্যাখ্যানের অভিযোগ।
তাই কোভিড রোগীরা যাতে কোনওভাবেই চিকিৎসা থেকে বঞ্চিত না হন তার জন্য এগিয়ে আসতে চাইছেন রাজ্যের আর্য়ুবেদিক চিকিৎসকরাা।
তাঁরা চাইছেন কোভিড চিকিৎসার জন্য রাজ্য সরকার তাঁদের নিয়োগ করুক। এই দাবি জানিয়ে ইতিমধ্যেই তাঁরা স্বাস্থ্য দফতরে একটি ডেপুটেশনও জমা দিয়েছেন।
কিন্তু– সেখান থেকে কোনও সাড়া না মেলায় শেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের আর্য়ুবেদিক ডাক্তাররা।
তাঁদের আইনজীবী সৌম্যশুভ্র রায়ের যুক্তি– তাঁরা আর্য়ুবেদিক চিকিৎসক হলেও বেশকিছু ক্ষেত্রে তাঁরা অ্যালোপেথিক ওষুধ খাওয়ার বিষয়ে রোগীদের পরামর্শ দিতে পারেন। বিশেষ করে জ্বরের প্রাথমিক ওষুধ সহ আরও বেশকিছু অ্যালোপেথিক ওষুধের বিষয়ে তাঁদের এই এক্তিয়ার রয়েছে।
নিয়ম অনুযায়ী নার্স বা ফিজিওথেরাপিস্টরা রোগীদের কি ওষুধ খেতে হবে তা নিয়ে পরামর্শ দিতে পারেন না।
তাঁর প্রশ্ন– নার্স বা পিজিওথেরাপিস্টদের যদি করোনা চিকিৎসার জন্য নিয়োগ করা যায় তাহলে আয়ুর্বেদিক চিকিৎসকদের কেন নিয়োগ করা হবে না?
প্রসঙ্গত– দেড় হাজারেরও বেশি আর্য়ুবেদিক ডাক্তার ডিগ্রি পাশ করার পর এখনও বসে রয়েছেন।
সুতরাং তাঁদের নিয়োগ করা হলে করোনা রোগীরা চিকিৎসা পাবেন বলে আশাবাদী আর্য়ুবেদিক ডাক্তাররা।
তাদের সংগঠন বেঙ্গল আর্য়ুবেদিক মেডিকেল অ্যাশোসিয়েশনের তরফে এই মামলা করেছেন কৃষ্ণগোপাল রায়।
আগামী সপ্তাহে প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।