করোনা আপডেট: কমল আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার

দ্য কোয়ারি ডেস্ক: কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৮,৮৯৮ জন।

কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। যদিও সুস্থতার হার স্বস্তি দিয়েছে চিকিৎসকদের। সুস্থতার হার ৭৪.২৯ শতাংশ।

গত ২৪ ঘন্টায় কোভিড হারিয়ে সুস্থ হয়েছেন ৬২,২৮২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, শুক্রবার অবধি ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯,০৫,৮২৩।

কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৪,৮৪৯ জনের। কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন ২১,৫৮,৯৪৬ ।

ভারতে এখন একটিভ সংক্রমণের সংখ্যা ৬,৯২,০২৮।
ভারতের কোভিড আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪,৬৪৭ জন।মারাঠা প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬,৪৩,২৮৯। মৃত ২১,৩৫৯ । কোভিডকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৪,৫৯,১২৪ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৫,৯৮৬।

মোট আক্রান্তের সংখ্যা ৩,৬১,৪৩৫। সংক্রমণে মৃত ৬২৩৯ জন। কোভিড পরাজিত করে সুস্থ হয়েছেন ৩,০১,৯১৩ জন ।

তৃতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৯,৩৯৩। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,২৫,৩৯৬ জন। কোভিড সংক্রমণে মৃত ৩,০০১ জন। সুস্থ হয়েছেন ২,৩৫,২১৮ জন।

কর্নাটকে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭,৩৮৫। মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৫৬,৯৭৫। মৃত ৪,৪২৯ জন। সুস্থ হয়েছেন ১,৭০,৩৮১ জন।

রাজধানী দিল্লিতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১,২১৫ জন। করোনা আক্রান্তের সংখ্যা ১,৫৭,৩৫৪ জন। মৃত ৪,২৫৭ জনের।

করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১,৪১,৮২৬ জন।

উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪,৮২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,৭২,৩৩৪। মৃত ২,৭৩৩ জন। সুস্থ হয়েছেন ১,২১,০৯০ জন।

সম্পর্কিত পোস্ট