বাংলা ও কেরল থেকে নাশকতার ছক ! গ্রেফতার ৯ আল-কায়দা জঙ্গি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মূর্শিদাবাদ থেকে আন্তর্জাতিক ইসলামি সংগঠন আল-কায়দার ৬ জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ। এদিন কেরালার এর্নাকুলাম থেকেও এই জঙ্গি সংগঠনের ৩ জন কে গ্রেফতার করা হয়েছে।

এনআইএ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ৯ জঙ্গিকে ট্রেনিং দিত পাকিস্তানে থাকা আলি-কায়দার মাথারা।  বাংলা এবং কেরালা থেকে বসেই দিল্লি ও তৎসংলগ্ন বড়সড় নাশকতা ঘটানোর ছক কষছিল ওই জঙ্গি সংগঠন।

মূর্শিদাবাদের জঙ্গিপুর থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা হল  নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিউর রহমান।

ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডিজিটাল ডিভাইস, নথিপত্র, জিহাদি সাহিত্য, ধারালো অস্ত্র, দেশীয় আগ্নেয়াস্ত্র, স্থানীয় এলাকা থেকে বানানো শরীরে পড়ার বর্ম, ঘরে বসে বিস্ফোরক বানানোর বিভিন্ন বই।

প্রাথমিক তদন্তের পর এনআইএ আরও জানিয়েছে, জঙ্গি হামলার জন্য টাকাপয়সা জোগাড় করছিল এই ৯ জঙ্গি। এছাড়া সম্প্রতি দিল্লি যাওয়ার কথাও ছিল তাদের। উদ্দেশ্য ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য অস্ত্রশস্ত্র জোগাড় করা।

এনআইএর তরফে জানানো হয়েছে যে অনেকদিন ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে আল কায়দার জঙ্গিরা ছড়িয়ে রয়েছিল। আন্তঃরাজ্য মডিউলে এই সক্রিয় সদস্যরা কাজ করত। ওদের লক্ষ্য ছিল দেশের উল্লেখযোগ্য জায়গায় নাশকতার পরিকল্পনা করে নিরীহ সাধারণ মানুষদের মেরে ফেলা।

অনেকদিন ধরেই এদেের উপর নজর রেখেছিল এনআইএ। এরুপ বাংলা এবং কেরলের একাধিক জেলায় অভিযান চালায় স্পেশাল টিম। অবশেষে মুর্শিদাবাদ এবং এর্নাকুলাম থেকে পাকড়াও করা হয় ৯ জনকে।

এদিন তাদের আদালতে তোলা হবে। এরা কোন কোন জায়গায় কীভাবে নাশকতার ছক কষেছিল তা জানার চেষ্টায় তদন্ত শুরু করেছে এনআইএ।

বুধবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানান, কেরল, কর্ণাটক-সহ দেশের ৯টি রাজ্যে সংগঠন তৈরি করছে আইএস। তার মধ্যে ছিল পশ্চিমবঙ্গের নামও ছিল।

গত এক বছরে কেরলের একাধিক জেলা থেকে আইসিস যোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে তদন্ত করতে গিয়ে কেরলের একাধিক জেলাতে আইসিস চরদের খোঁজ পায় তদন্তকারী বিভাগ। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও ক্রমাগত বেড়ে চলেছিল জঙ্গিদের কার্যকলাপ। এদের মধ্যে রয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের বেশ কয়েকজন সদস্যদের গ্রেফতার করে পুলিশ।

সম্পর্কিত পোস্ট