পুজোর আগেই ক্ষত সারিয়ে সেরে উঠবে শহর কলকাতার সব রাস্তা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুজোর আগে শহর কলকাতার যে সমস্ত রাস্তা খারাপ রয়েছে তা অবিলম্বে সারিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।

তিনি জানিয়েছেন ইতিমধ্যে অনেক রাস্তা সারাই করা হয়ে গেছে। আর যে সমস্ত রাস্তা বাকি আছে সারাই করতে তা দ্রুত শেষ করা হবে।

শুধু তাই নয় যে সমস্ত রাস্তায় আলোর অবস্থা খারাপ সেগুলো দ্রুত কাজ শেষ করা হবে এবং রাস্তাঘাটে যেন জল না জমে তার জন্য ড্রেনেজের কাজ করা হচ্ছে। যে সমস্ত জায়গায় জল জমে সেখানে যেন আর বৃষ্টির জল না জমে সেদিকটাও দেখা হচ্ছে।

তবে তিনি জানিয়েছেন রবিবার একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই পরিমাণে জল জমবে না বলে তিনি মনে করছেন। তবে খিদিরপুরে যেমন ড্রেনেজ এর কাজ করা হয়েছে তা সব জায়গায় করা হবে বলে দিন তিনি জানিয়েছেন।

অন্যদিকে তিনি জানিয়েছেন কাশীপুরে একটি রাস্তা নির্মাণ কেন্দ্র করে কিছু সমস্যা রয়েছে ।সেটি সম্পূর্ণ ভাবে দেখছে কে ই আই টি । তাদের তরফ থেকে ফিরাদ হাকিমকে জানানো হয়েছিল রাস্তার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। কিন্তু সেখানকার কো-অর্ডিনেটর জানায় রাস্তার কাজ একেবারেই শেষ হয়নি।

ফিরহাদ হাকিম এর কাছে যে রিপোর্ট দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভাবে মিথ্যে। এই বিষয়টি তদন্ত করা হবে। যদি দেখা যায় ভুল রিপোর্ট দেওয়া হয়েছে তাহলে তাদেরকে শোকজ করা হবে বলে এদিন তিনি জানিয়েছেন।

অন্যদিকে তিনি জানিয়েছেন শহর কলকাতা টালিগঞ্জ, বেহালা, যাদবপুর, ঢালাই ব্রিজ জায়গায় দীর্ঘ বছর ধরে পরিশোধিত জলের অভাব রয়েছে।

আগামী তিন বছরের মধ্যে এই সমস্ত জায়গায় পরিশোধিত পানীয় জল পাওয়া যাবে। তার কারণ এইসব জায়গাগুলোতে পাম্পিং বুস্টার বসানো হচ্ছে। দ্রুত কাজ শেষ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন যদি রবীন্দ্র সরোবর লেকে একদিনের জন্য ছট পুজো করার অনুমতি দেওয়া হয় তাহলে খুব ভালো হয় । কারণ তিনি কখনোই চান না কোন ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগুক। তবে যারা এই নিয়ে বিরোধিতা করছে বিরূপ মন্তব্য করছে তাদেরকে একহাত নিয়েছেন ফিরহাদ হাকিম।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/before-the-assembly-elections-the-decaying-bjp-inner-clash-dilip-ghosh-or-subrata-chatterjee/

তিনি জানিয়েছেন যখন মানুষ ধূমপান করে গাড়ি চালায় তখন তার থেকে অনেক ধোঁয়া নির্গত হ।য় তার ফলে গাছের পাখি সাধার মানুষের অসুবিধা হয়। তাহলে তখন কেন তা নিয়ে মানুষ বলে না। সে ক্ষেত্রে যদি একদিনের জন্য ছট পুজো রবীন্দ্র সরোবর লেকে করা যায় তাহলে হয়তো ভালো হবে। এই নিয়ে আইনি পরামর্শ এখনো চলছে বলে জানিয়েছেন তিনি ।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন বেহালায় সেখানে বেশ কিছু পুকুর রয়েছে। সেই পুকুর গুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকায় সেখানে ময়লা জমা হয়েছে। কলকাতা কর্পোরেশনের তরফ থেকে একবার পরিষ্কার করে দেওয়া হয়েছিল । পরবর্তী সময়ে আবার সেই জায়গাগুলিতে ময়লা জমতে শুরু করে।

তাই সমস্ত ওয়ার্ড কো-অর্ডিনেটর দের তিনি আবেদন জানিয়েছেন তারা যেন নিজের এলাকায় সব দিকে সতর্ক ও সচেতন থাকেন।

সম্পর্কিত পোস্ট