খাতায় কলমে এনডিএ হলেও কাজে কিছু নয়, জোট ছাড়ার পর বিস্ফোরক সুখবীর সিং বাদল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  শুধুমাত্র নামেই এনডিএ কাজে নয়। এনডিএর জোট ছাড়ার পর এমনটাই জানালেন শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল।

এনডিএ জোট ছাড়ার পর সুখবীর সিং বাদল আরও বলেন, গত ৭,৮,১০ বছরে এনডিএর কোনও বৈঠক ডাকেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি। শুধুমাত্র খাতায় কলমে এনডিএ জোটেত অংশ হিসাবে ছিলাম আমরা।

তাঁর কথায়, প্রকাশ সিং বাদল অর্থাৎ তাঁর পিতা এনডিএর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বাজপেয়ীজির আমলে সমস্ত শরীক দলগুলির মধ্যে আলোচনা হত কিন্তু এখন সেই আলোচনা আর হয় না।

তিনি আরও বলেন, পাঞ্জাবে ক্ষমতায় থাকাকালীন যখনই প্রয়োজন হয়েছে আমরা সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বিজেপির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি। এখন তা হয় না। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও একের পর এক আঞ্চলিক দলগুলির অব্যাহতি ভাবাবে গেরুয়া শিবিরকে।

শিরোমণি আকালি দলের সঙ্গে বিবাদের কারণ শুধুমাত্র কৃষক বিলের ইস্যু নয়। রাজনৈতিক মহলের মতে, পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের বেশীরভাগ ভোট পায় শিরোমণি আকালি দল৷ পাঞ্জাবে নিজেদের অস্তিত্ব বাড়ানোর চেষ্টা করে গেরুয়া শিবির।

এই নিয়ে দুই দলের নীচু তলার কর্মীদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। পরে সুখবীর সিং বাদল এবং বিজেপি শীর্ষ নেতাদের বৈঠকে তা মিটে গেলেও ক্ষোভের আগুন নেভানো যায়নি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/party-is-mine-party-is-yours-party-is-not-anyones-father-explosive-bjp-leader-chandra-kumar-basu/

এই মুহুর্তে দাঁড়িয়ে হরশিমরত কৌর বাদল একমাত্র আকালি দলের সদস্য যিনি মোদি সরকারের বিরোধিতায় সরব হন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে পাঞ্জাবে নিজেদের মাটি শক্ত করে কংগ্রেস এবং আম আদমি পার্টি।

প্রসঙ্গত, শিবসেনার পর এনডিএর একটি গুরুত্বপূর্ণ শরীক হিসাবে মনে করা হত শিরোমণি আকালি দলকে। কারণ পার্টি লাইন অনুযায়ী বিজেপি এবং আকালি দল অনেকটা একই। বিজেপির হিন্দুত্ববাদের মতো আকালি দলের হাতে শিখ ভোটারের সংখ্যা সবথেকে বেশী।

লোকসভা নির্বাচনে ১৩ টি আসনের মধ্যে ৪ টি আসন পায় এনডিএ। যার মধ্যে দুটি আসন পায় আকালি দলের দুই পরিচিত মুখ সুখবীর সিং বাদল এবং হরসিমরত কৌর বাদল।

শিবসেনা, তেলেগু দেশম পার্টির পর আকালি দলের এনডিএ জোট থেকে সরে যাওয়া চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে গেরুয়া শিবিরের জন্য।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোদি সরকারের মিসম্যানেজমেন্টের কারণে এনডিএ জোট থেকে সরে যেতে পারে একাধিক আঞ্চলিক দলগুলি।

সম্পর্কিত পোস্ট