মৌলবাদীদের হাতে প্রাণ হারালেন ফরাসী শিক্ষক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ধর্মনিরপেক্ষতার পাঠ পড়াতে হজরত মহম্মদের ছবি ব্যবহার করলেন শিক্ষক৷ পরিবর্তে প্যারিসের রাস্তায় মাথা কেটে দিল চেচেন ‘জেহাদি’।
খুনিকে আটক করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে মারার হুমকি দেয় সে। শেষমেশ ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
ফরাসী সন্ত্রাসদমন শাখার তরফে জানানো হয়েছে, পি স্যমুয়েল নামে নিহত শিক্ষকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার দ্রুত তদন্ত শুরু করা হবে। সেইসঙ্গে শুক্রবার সেন্ট হোরিনে যে ঘটনা ঘটেছে তারও দ্রুত তদন্ত শুরু করবেন তাঁরা।
পুলিশ সূত্রের খবর, খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সেখানে ওই ব্যক্তিকে ধারালো কোনও অস্ত্র হাতে দেখেন তাঁরা। একইসঙ্গে তার সামনে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। একাধিকবার গুলি করে আহত করে পুলিশ। পরে মৃত্যু হয় তার।
গোটা ঘটনার পিছনে কোনও জঙ্গি গোষ্ঠির হাত রয়েছে কি না তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
শুক্রবার খবর পেয়েই মরোক্কো সফর বাতিল করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্র বিভাগের মন্ত্রী জেরাল্ড ডারমানিন। প্রধানমন্ত্রী জিন ক্যসেক্স এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যারকন।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bjp-leader-killed-in-uttar-pradesh-three-people-including-the-main-accused/
গত মাসে ফ্রান্সে দুই সাধারণ নাগরিকের ওপর হামলা চালায় ২৫ বছর বয়সী এক পাকিস্তানী যুবক। আহত দুই জন টেলিভিশন কোম্পানির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে।
কয়েকদিন আগেই মুসলিম মৌলবাদের বিরুদ্ধে সরব হন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যারকন। ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে গোটা বিশ্বের কাছে ফ্রান্সের ছবি তুলে ধরতে সর্বোচ্চ প্রয়াস করবেন বলে জানিয়েছেন তিনি। তবে শুক্রবারের ঘটনা ফ্রান্সের মৌলবাদের ছবি আরও স্পষ্ট করে তুলেছে।