পুজোয় নাগরিক সুরক্ষা রক্ষায় নবান্নে বৈঠক

দ্যা কোয়ারি ডেস্ক :আজ নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, রাজ্য নিরাপত্তা উপদেষ্টা,রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা ও হাওড়া কর্পোরেশন এর কমিশনার, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সকল জেলাশাসক, এস পি, অন্যান্য পুলিশ কমিশনার ও জেলার CMOH দের উপস্থিতিতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পুজোর আগে রাজ্যের কোভিড পরিস্থিতি, আইন শৃঙখলা, পুজো পরিচালনা, বিসর্জন ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/malda-tmc-inner-clash-before-2021assembly-election/

মাননীয়া মুখ্যমন্ত্রী টেলিফোনের মাধ্যমে এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত ও নির্দেশ দিয়েছেন।

সার্বিক ভাবে পুজোর সময় যাতে নাগরিকরা যথেষ্ট সংখ্যক  অ্যাম্বুলেন্স, হাসপাতালে বেড ও সকল রকম সহযোগিতা পান তা সুনিশ্চিত করতে বলা হয়েছে।

সকলকে পুজোয় ঠাকুর দেখার সময় মুখোশ পরা সুনিশ্চিত করতে ও অন্যান্য কোভিড সতর্কতা পালন করার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ ও সহযোগিতা করতে বলা হয়েছে ।

সম্পর্কিত পোস্ট