স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনে বড় বদল, চালু একাধিক স্কলারশিপ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষা ঋণের জন্য আবেদন জানানোর জন্য আর আবেদনকারীর বাবা-মায়ের আয়ের শংসাপত্র প্রয়োজন হবে না। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ প্রায় আট হাজার ছাত্র ছাত্রীদের হাতে নতুন করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়ার অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় বাংলা ইতিমধ্যেই শ্রেষ্ঠ।

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায়ও যাতে তারা এগিয়ে থাকে সেজন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পাশাপাশি একাধিক স্কলারশি প চালু করা হয়েছে। ৮০ লক্ষ মেয়ে কন্যাশ্রী স্কলারশিপ পেয়েছে। বহু নতুন কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পাশাপাশি জেলায় জেলায় সিভিল সার্ভিসের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সুযোগ নিয়ে পড়ুয়াদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে তিনি উৎসাহ দেন।

সুস্থ হয়ে যাওয়া মনোরোগীদের পুনর্বাসনের জন্য নতুন আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিরোধী ও সংবাদমাধ্যমের একাংশ কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, এখানে নেতিবাচক বিষয়গুলিকে বেশি উৎসাহ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে জনের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলায় জেলায় ২৬টি সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণের জন্য সরকারি স্টাডি সেন্টারের উদ্বোধন করেন। সল্টলেকের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের আদলে এই কেন্দ্রগুলি গড়ে তোলা হয়েছে।

মানসিক রোগী ও ভবঘুরেদের জন্য ‘প্রত্যয়’ হোমেরও তিনি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ প্রমূখ ।

সম্পর্কিত পোস্ট