সল্টলেকে হকারদের উদ্যোগে চালু কমিউনিটি কিচেন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার ছিল আন্তর্জাতিক হকার দিবস। দিনটিকে সামনে রেখে হকার সংগ্রাম কমিটি এবং সল্টলেক সেক্টর ফাইভ হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে ‘কমিউনিটি কিচেন’ চালু করল।
সল্টলেক সেক্টর ফাইভে কমিউনিটি কিচেনের আনুষ্ঠানিক সূচনা করেন ন্যাশনাল হকার ফেডারেশন এবং হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ। এদিন হকার সংগঠনের তরফে জানানো হয়েছে টানা এক মাস ধরে চলবে এই কমিউনিটি কিচেন।
জানা গিয়েছে, দুই হকার কমিটির যৌথ উদ্যোগে বউবাজার, অভিষিক্তা মোড় ও সেক্টর ফাইভ এই তিন জায়গায় কমিউনিটি কিচেন চালু হয়েছে। লকডাউন সামাজিক দূরত্ব বজায় রেখে দেওয়া হবে খাবার।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ১১ দিনের পর আর কাউকে সংক্রমিত করতে পারে না: গবেষণা
হকার অ্যাসোসিয়েশন সূত্রে খবর, তিনটি স্থানে প্রত্যেকদিন তিনটি কমবেশি দেড় হাজার মানুষের জন্য রান্না হবে। মূলত, বস্তিবাসী, গরীব খেটে খাওয়া মানুষ ও আমফান দুর্গতদের জন্য এই উদ্যোগ নিয়ে হকার সংগঠনগুলি।
উল্লেখ্য, এই কমিউনিটি কিচেন চালু করার পাশাপাশি লকডাউন শুরু থেকেই ন্যাশনাল হকার ফেডারেশন এবং হকার সংগ্রাম দু’ই কমিটির উদ্যোগে অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণও করা হয়েছে।
সেক্টর ফাইভ হকার সংগঠনের এক কর্তা জানান, লকডাউনে ক্ষতিগ্রস্ত হকারদের আগামী পাঁচ মাসে যাতে পঞ্চাশ হাজার টাকা ভর্তুকি দেওয়া এবং সেইসঙ্গে কম সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখছেন তারা।