তৃণমূলে যোগ দিলেন এক ঝাঁক বিশিষ্টরা
দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন রাজ্যের এক ঝাঁক বিশিষ্টরা। একুশে জুলাইয়ের সভার পর থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছে তৃণমূল।
সেই লক্ষেই এদিন বিশিষ্ট লোক শিল্পী কার্তিক দাস বাউল, লক্ষণ দাস বাউল, চিকিৎসক বাদল ঘাটা, রানিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সন্দীপ ভালোটিয়া এ দিন যোগ দিলেন তৃণমূলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন এই সাংবাদিক সম্মেলনে বিশ্বভারতীর সাম্প্রতিক ভাঙচুরের ঘটনার বিষয়ে প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আইন আইনের পথে চলবে, দল এই বিষয়ে কোনো মন্তব্য করবে না।
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক কাঠামোয় বদল, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল শুভেন্দুকে
একই সঙ্গে তিনি বলেন, আমি অনেক দিন ধরে এক কথা বলছি। সব কিছু নিয়ে রাজনীতি করলে হবে না। রবীন্দ্রনাথের স্বপ্নকে ভেঙে উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আমাদের সবার একটাই লক্ষ্য হওয়া উচিত। তাঁরা কি চান না রবীন্দ্রনাথের তৈরি বাঙালির ঐতিহ্য চলমান থাকুক।
২১ জুলাই তৃণমূলের ভার্চুয়াল সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় তৃণমূল ছেড়ে যাওয়াদের দলে ফেরত আসার আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি অরাজনৈতিক ব্যক্তিদেরও তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই মতো এতদিন বিজেপি কিংবা অন্য বিরোধী দল থেকে তৃণমূলে যোগ দিতে দেখা গিয়েছিল। এদিন অরাজনৈতিক ব্যক্তিরাও তৃণমূলে যোগ দিতে শুরু করলেন।