আর জি করে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চিকিৎসকের, তদন্তে পুলিশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আরজিকর হাসপাতালে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চিকিৎসকের। শুক্রবার সকালে এক জুনিয়র মহিলা ডাক্তার আত্মহত্যা করেন কলকাতার এই হাসপাতালে। চিকিৎসকের নাম পৌলমী সাহা।

সূত্রের খবর, আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে একজন জুনিয়র ডাক্তার। ৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি। ডিউটি যাওয়ার আগে তিনি ঝাঁপ দেন। আজ তার ফিভার ক্লিনিকে ডিউটি ছিল।

তবে প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনাস্থলেই ওই মহিলা ডাক্তারের মৃত্যু হয়েছে। কেন কিভাবে এই ঘটনা ঘটেছে তার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক অনুমান, কিছু দিন ধরে ওই ডাক্তার মানসিকভাবে অসুস্থ।

রাতারাতি গ্রিন জোন থেকে অরেঞ্জ জোনে মালদা, ক্রমশ বাড়ছে উদ্বেগ

জানা গিয়েছে, পৌলমীর মানসিক অবসাদের বিষয়টি আগেই পরিবারকেও জানানো হয়েছিল। অবসাদ থেকেই আত্মহত্যা, নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পৌলমীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই আর জি কর হাসপাতালে আরও ২ জন নার্সের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস৷ এই নিয়ে আরজি করে মোট আক্রান্ত ৫ জন৷ করোনা আক্রান্ত হয়েছেন ১ জন চিকিত্‍সক৷ ১ জন স্বাস্থ্যকর্মী ও ৩ জন নার্স৷

সম্পর্কিত পোস্ট