লকডাউনের শহরে এক ফোনে হাজির ট্যাক্সি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লক ডাউনে যাতে অসুস্থ মানুষজনদের অসুবিধা না হয় তার জন্য শহর কলকাতায় আপনি পাচ্ছেন ট্যাক্সি।
মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী প্রতিদিন বিভিন্ন ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে শহর কলকাতায় নামানো হচ্ছে ট্যাক্সি।
ওয়েস্ট বেঙ্গল ক্যাব অপারেটর গিল্ড , বেঙ্গল ট্যাক্সি এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই পরিষেবা এখন পাওয়া যাচ্ছে লক ডাউনের শহরে।
পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ২৫০ টি ট্যাক্সি এই পরিষেবায় নামানো হয়েছে। শুধু মাত্র মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই পরিষেবা পাওয়া যাচ্ছে ।
স্ক্রিনে নয়, পথে নেমেই কাজ করা বেশি পছন্দের বিরোধীদের জবাব মুখ্যমন্ত্রীর
সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাচ্ছে। বুক করার সময় রোগীর ডিটেলস পাঠাতে হচ্ছে , তারপরই আপনি বুক করতে পারছেন ট্যাক্সি। আপনি ফোন করতে পারেন অথবা এসএমস ও করতে পারেন। বুকিং নম্বর হলো ৯৮০৪৮৮৬০২৮ ,
বুকিং এর সময় হচ্ছে সকাল ৯টা থেকে দুপুর ১টা। আপনি যদি এসএমস অথবা হোয়াটসআপ করতে চান সেই নম্বর হলো ৯৪৩২৩২৪৩২১।
কিলোমিটার পিছু ২০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে এই পরিষেবার আওতায় যে ট্যাক্সি গুলো চলছে শহরে। ইতিমধ্যেই শুরু হয়েগেছে এই পরিষেবা। স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ।