ফের প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পেলেন অধীররঞ্জন চৌধুরী
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন বহরমপুরের সংসদ অধীর চৌধুরী। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের জায়গায় বহরমপুরের সাংসদকেই সভাপতি বেছে নিল কংগ্রেস হাইকমান্ড।
এদিন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অধীর চৌধুরীর নাম ঘোষণা করেন। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি দৌড়ে প্রদীপ ভট্টাচার্য ও আব্দুল মান্নানের মত প্রবীনদের নাম ছিল।
তবে কংগ্রেস হাইকমান্ডের তরফে অপেক্ষাকৃত নবীন মুখ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব সামলানো অধীর চৌধুরীর উপরেই ভরসা রাখে।
যদিও এই মুহূর্তে অধীর চৌধুরী লোকসভায় কংগ্রেসের দলনেতার হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পাশাপাশি তিনি পিএসির (পাবলিক একাউন্টস কমিটি) চেয়ারম্যানও।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/breaking-news-adhir-chowdhury-is-the-next-provincial-congress-president/
কংগ্রেসের অন্দরে এক ব্যক্তি এক পদের নিয়ম চালু রয়েছে। এক্ষেত্রে অধীর বাবুকে বাকি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার।
যদিও রাজনৈতিক মহলের একাংশের মনে করছেন, রাজ্যের ক্ষয়িষ্ণু শক্তি কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে হলে অধীরের মতো আগ্রাসী নেতৃত্বের প্রয়োজন।
বিশেষ করে একুশের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মূলত এই ডাকাবুকো কংগ্রেস নেতার উপরই ভরসা রাখল দল।
প্রসঙ্গত আমরা আগেই জানিয়েছিলাম তবে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত সোমেন মিত্র এর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী।