Aditya L1 : ভারতের একক কৃতিত্ব নয় , আদিত্য এল ১ গোটা বিশ্বের সাফল্য ! জানালেন ইসরো প্রধান

আদিত্য এল ১ গোটা বিশ্বের সাফল্য !

The Quiry : Aditya L1 ১২৫ দিনের বেশি সময় ধরে ১৫ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম , অবশেষে সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১ বা এল১ পয়েন্টের হ্যালো কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে ইসরো’র সৌরযান আদিত্য এল-১। এবার সূর্যের স্পষ্ট ছবি পাওয়া যাবে এবং সূর্য সম্পর্কিত গবেষণার কাজ সহজ হবে বলে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন।

তবে এবার ইসরো প্রধান এস সোমনাথ যা বললেন তা শুনলে আপনিও অবাক হতে বাধ্য। ইসরো প্রধান জানিয়েছেন , “সৌর মিশন, আদিত্য-এল১ কেবল ভারতের জন্য নয় , সমগ্র বিশ্বের। সূর্য সম্পর্কে আমাদের সকল বিজ্ঞানীদের ভাবনা বুঝতে এটি সাহায্য করবে।”

সৌর যান মহাকাশে সুনির্দিষ্ট হ্যালো কক্ষপথে প্রতিস্থাপন করার জন্য বিজ্ঞানীরা বেশ কয়েক বার সেটির গতিবিধি সংশোধন করেছিলেন। হ্যালো অরবিট কি ? হ্যালো অরবিট সম্পর্কে ইসরো প্রধান বলেন, “হ্যালো অরবিট হল একটি কক্ষপথ , যা L1 বিন্দুর চারদিকে ঘোরে। যার আকার একটি ডিমের মতো।”

Aditya L1 : ভারতের একক কৃতিত্ব নয় , আদিত্য এল ১ গোটা বিশ্বের সাফল্য ! জানালেন ইসরো প্রধান

আরও খবর- West Central Railway : পরীক্ষা ছাড়াই দশম পাশেই পশ্চিম মধ্য রেলওয়েতে চাকরির সুযোগ

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “আরও এক মাইলফলক তৈরি করল ভারত। গন্তব্যে পৌঁছল ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১। সবথেকে জটিল এবং খটমট মহাকাশ অভিযান সফল করতে , আমাদের বিজ্ঞানীদের নিষ্ঠা এবং নিরলস প্রচেষ্টার প্রমাণ এটা।” এবার চন্দ্রের পর সূর্য জয় করে নজির ইসরোর।

সম্পর্কিত পোস্ট