করোনা মোকাবিলায় পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লকে বৈঠকে প্রশাসন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বর্তমানে মহামারী নোবেল করোনা ভাইরাসের মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন।

ইতিমধ্যেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথা ভেবে প্রশাসনের তরফে জানানো হয়েছে সবজি বাজার গুলি খোলা থাকবে। তবে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত।

কিন্তু বিকেল বেলায় সমস্ত দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের একাধিক জায়গায় ও বাজারঘাটে জমায়েতের একটা অভিযোগ উঠে আসছে।

এই বিষয়ে বাজার কমিটির সমস্ত সদস্যদের নিয়ে বৈঠক করলেন কোলাঘাট ব্লক প্রশাসন। মূলত রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে বাজারঘাট খোলা থাকলেও ডিসটেন্স মেনে যাতে সমস্ত সাধারণ মানুষ কেনাবেচা করতে পারে সেই লক্ষ্যেই এই বৈঠক।

অন্যদিকে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে করোনা ভাইরাসের প্রকোপ নেই বললেই চলে। তবে আগামী দিনে সতর্ক থাকতে হবে যাতে এরকম ভাবে চলতে থাকে।

কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু বলেন প্রশাসনের নির্দেশ অনুসারে বিক্রেতাদের জন্য তৈরি করা হবে।

তিনি আরও বলেন যেহেতু কোলাঘাটের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকার সঙ্গে একটু যোগাযোগ রয়েছে, তাই সেই বিষয় সতর্ক থাকতে হবে। কারণ দাসপুরের বেশিরভাগই মানুষ বিভিন্ন কাজের জন্য বাইরের রাজ্যে কাজ করে থাকেন।

সম্পর্কিত পোস্ট