তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকের পরই ত্রিপুরা সরকারের থেকে রিপোর্ট তলব অমিত শাহের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরায় কোন হিংসার ঘটনা ঘটবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাদের দাবি এই আশ্বাস দিয়েছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরেও যদি ত্রিপুরায় লাগামছাড়া হিংসার ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে শাহের কথা পাত্তা দিচ্ছে না ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন তৃণমূল সাংসদরা। তবে সময় না পেয়ে শেষমেষ বেলা ১২ টা থেকে নর্থ ব্লকের বাইরে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা।
অবশেষে তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে নিজের বাসভবনে দেখা করতে রাজি হন অমিত শাহ। সেখানেই তৃণমূলের ১৫ জন সাংসদের সঙ্গে বৈঠক করেন।বাসভবনে প্রায় ১৫ মিনিট ধরে চলে এই বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইও উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রতিনিধি দলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে ত্রিপুরার বিস্তারিত বিষয় নিয়ে। আশ্বাস দিয়েছেন ত্রিপুরায় কোন হিংসা হবে না।
দীর্ঘ ধর্নায় মিলল জয়, অমিত শাহের বাসভবনে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক
অন্যদিকে বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কথা শুনেছেন। ত্রিপুরার সামগ্রিক পরিস্থিতি তাঁকে জানিয়েছি। অমিত শাহ রবিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ফোন করেছিলেন। এই বিষয়ে বিপ্লব দেবের সঙ্গে আবারও কথা বললেন বলে জানিয়েছেন। ত্রিপুরায় আর হিংসা হবে না বলে আশ্বাস দিয়েছেন অমিত শাহ। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাস সত্ত্বেও ভরসা পাচ্ছেন না তৃণমূল সাংসদরা।’