কোভিশিল্ডের পর এবার কোভ্যাক্সিন-এরও দাম কমলো
দ্য কোয়ারি ডেস্ক: রাজ্য সরকারগুলিকে এখন কোভ্যাক্সিনের প্রতিটি ডোজ-এর জন্য চারশো টাকা করে দিতে হবে। আগে এই দাম ধার্য হয়েছিল, ৬০০ টাকা।টিকার প্রস্তুতকারী সংস্থা, ভারত বায়োটেক এই মূল্যহ্রাসের কথা জানিয়েছে।
তবে বেসরকারি হাসপাতালগুলিকে ডোজ পিছু ১২০০ টাকা করেই কোভ্যাক্সিন কিনতে হবে। উল্লেখ্য, এর আগে কোভিশিল্ডের দামও রাজ্য সরকারগুলির ক্ষেত্রে ডোজ প্রতি ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে।
রাজ্য সরকার সব সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে চাহিদামত করোনা ভ্যাকসিনের মজুদ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে তা দ্রুত সরবরাহ করার আর্জি জানিয়েছে।
সরকারি হাসপাতালের মাধ্যমে ১৮ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত রাজ্যের এক কোটি মানুষকে এবং বেসরকারি হাসপাতালের মাধ্যমে ৫০ লক্ষ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে মোট তিন কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার আর্জি জানানো হয়েছে বলে নবান্ন থেকে আজ এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আগামী পয়লা মে থেকে ভ্যাকসিন দেওয়ার যে তৃতীয় পর্ব শুরু হতে চলেছে তার জন্য কেন্দ্রের কাছে এই তিন কোটি ডোজ চাওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৪৫ বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা রাজ্য সরকার আগেই জানিয়েছে বলেও জানানো হয়েছে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, এক কোটি ৬লক্ষের বেশী টিকা মজুত রয়েছে ব’লে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ১৬ কোটি ১৬ লক্ষের বেশী করোনা টিকা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে সরবরাহ করেছে বলে মন্ত্রক জানিয়েছে।
এর মধ্যে, ১৫ কোটি ১০ লক্ষ টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ অন্যতম হাতিয়ার।