আমাকে ছাড়া অন্য কাউকে আনার প্রক্রিয়া শুরু করুনঃ সোনিয়া
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই সভানেত্রী পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি জমা করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই চিঠি ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল বৈঠকে পড়ে শোনান বর্ষীয়ান কংগ্রেস কেসি ভেনুগোপাল।
যেখানে কংগ্রেস সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরে অন্য কাউকে বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
গত বছর কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে দাড়ান রাহুল গান্ধী। এখন সোনিয়া গান্ধীও সেই পদ থেকে নিজেকে অব্যহতি দিতে চাইছেন। তাহলে কি রাহুল পুনরায় আসতে চলেছেন? সূত্রের খবর, রাহুল গান্ধী সভাপতি পদে অনিচ্ছা প্রকাশ করলে নির্বাচনের মাধ্যমে সেই পদে গান্ধী পরিবারের বাইরে অন্য কোনও সদস্যকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হতে পারে।
গত ৭ অগাস্ট দীর্ঘ মেয়াদী কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য ২৩ জন বর্ষীয়ান কংগ্রেস সদস্য সোনিয়া গান্ধীকে চিঠি লেখেন। যেখানে মাঠে নেমে কাজ করার মতো সভাপতি নির্বাচনের জন্য আর্জি জানান তাঁরা।
সুত্রের খবর, সোনিয়া গান্ধীকে পাঠানো সেই চিঠিতে ৭ জন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বেশ কিছু বর্তমান সাংসদের নাম রয়েছে।
গত ৭ তারিখে পাঠানো চিঠিকে ‘লিক’ করে কংগ্রেসের ইমেজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে দাবী করেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল।
যদিও কংগ্রেসের বেশ কিছু সদস্য সভাপতি পদের জন্য গান্ধী পরিবারের কাউকে দেখতে চান। এর মধ্যে রয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট।
দলের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা দলের সদস্যদের দলমুখী করা থেকে বিরত থেকেছে। তাই কর্মীদের দলমুখী করতে অবিলম্বে দলের সভাপতি নির্বাচনের জন্য আর্জি জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতারা। যার মধ্যে রয়েছেন কপিল সিবাল, শশী থারুর, গুলাম নবী আজাদ, পৃথ্বীরাজ চৌহান, বিবেক তাঙ্কা এবং আনন্দ শর্মার মতো নেতারা।
যদিও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দাবী, সোনিয়া গান্ধী যতদিন খুশি সভাপতি পদে থাকুন। এরপর রাহুলকে বেছে নেওয়া হোক সভাপতির জন্য।
অনেকে মনে করছেন কংগ্রেস সভাপতি পদে রাহুলকে আনার জন্য নেতারা যে অসীম প্রয়াস করে চলেছেন, তার জন্যই ২৩ জন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে এই চিঠি দিয়েছেন।
কিন্তু সভাপতি পদে আসতে নারাজ রাহুল। বরং কংগ্রেসের একজন সদস্য হিসেবে থেকেই আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে চান তিনি। গান্ধী পরিবারের বাইরে অন্য কাউকে সভাপতি পদে দেখতে ইচ্ছুক রাহুল। একই পথে হেটেছেন প্রিয়াঙ্কাও। গান্ধী পরিবারের বাইরে অন্য কাউকে সভাপতি পদে দেখতে চান তিনি।
রবিবার থেকে চিঠি প্রকাশ্যে আসার পর থেকে কংগ্রেসের অন্দরে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। এসবের মাঝেই রবিবার থেকে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন ওই ২৩ জন কংগ্রেস নেতা। কিন্তু দেখা হয়নি। সূত্রের খবর, ওয়ার্কিং কমিটির বৈঠকের পর রাহুল গান্ধী তাদের সঙ্গে দেখা করবেন।