জেলবন্দী থেকেও জয় অখিলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সংশোধিত নাগরিকত্ব আইনের জন্য জেলবন্দী হয়েছিলেন। জেলের মধ্যে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজনৈতিকভাবে কেন্দ্র এবং রাজ্যের দুই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করবেন। নির্বাচনের ময়দানে প্রথমবার নেমেই অসমের শিবসাগর কেন্দ্র থেকে এবার নিজের দলের প্রতীকে ৫৭,২১৯ ভোটে জয়লাভ করলেন রাইজোর দলের প্রধান অখিল গগৈ।

২০১৯ এ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অসমের রাস্তায় প্রতিবাদে শামিল হন সাধারণ মানুষ। বিক্ষোভ সরাতে গুলি চালাতে হয় পুলিশকে। পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যু হয়। অসম এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে সরব হন অখিল গগৈ। ফলুশ্রুতি হিসাবে ২০১৯ সালে তাঁকে জেলবন্দী করা হয়। এমনকি তাঁর ওপর ইউএপিএ লাগু করা হয়।

আরও পড়ুনঃ মোদি মেকিং থেকে চ্যাম্পিয়ন মমতা, মাস্টারমাইন্ড প্রশান্ত কিশোর

সম্প্রতি গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকেই মনোনয়ন জমা দেন অখিল গগৈ। জেলবন্দী থেকেও বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রেখেছিলেন তাঁর অনুগামীরা। অসমে বিজেপির সরকার গঠন হলেও শিবসাগরে অখিল গগৈয়ের জয় অসমের এনডিএ সরকারকে বিশেষ বার্তা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই অসমে একাধিক তাবড় বিজেপি নেতার জয়লাভ করলেও অখিল গগৈয়ের বিপুল ভোটে জয় জাতীয় রাজনীতিতে বিশেষভাবে নজর কেড়েছে।

শিবসাগরের রাস্তায় প্রচারে দেখা গিয়েছে অখিলের মা প্রিয়াদাকে। তিনি বলেন, কোনও কারণ ছাড়াই আমার ছেলেকে দেড় বছর ধরে বন্দী করে রাখা হয়েছে। অসমের মা, ভাই, বোন তাঁর পরিবার। তাঁরাই আমাকে শক্তি জুগিয়েছে।

গিত বছরের অক্টোবর মাসে কৃষক মুক্তি সংঘর্ষ সমিতি সহ অসমের প্রায় ৭০ টি আঞ্চলিক একজোট হয়ে রাইজোর নামে নির্বাচনে অংশগ্রহণ করে। প্রাক্তন আসু সভাপতি লুরিনজ্যোতি গগৈয়ের তৈরি অসম জাতীয় পরিষদের সঙ্গে জোটবদ্ধ হয় রাইজোর। অসমের ৮৫ টি আসনে লড়াই করে অসম জাতীয় পরিষদ । ৩৭ টি আসনে লড়াই করে রাইজোর। শিবসাগর ছাড়া একটি আসনেও জয়লাভ করতে পারেনি তাঁরা।

সম্পর্কিত পোস্ট