আমফানের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, বিজেপির মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আমফানের টাকা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বন্টন করা হচ্ছে না। সুপার সাইক্লোনে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা টাকা পাচ্ছে না। টাকা বন্টনের ক্ষেত্রে বিশেষ পক্ষপাতিত্ব করছে তৃণমূল। ক্ষতিগ্রস্তদের তালিকা বদলে ফেলে তৃণমূল নেতাদের তাবেদারদের একাউন্টে টাকা ঢুকছে। ক্ষতিগ্রস্ত গরিবেরা টাকা পাচ্ছে না, অথচ অর্থনৈতিক ভাবে স্বচ্ছল পরিবার টাকা পেয়েছে।
বারবার অভিযোগ জানিয়েও কোন কাজ হচ্ছেনা। এই অভিযোগ তুলে শনিবার বিজেপি কর্মীরা উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার দত্তপুকুর চৌমাথা বটতলায় এক মিছিলের আয়োজন করে।
কিন্তু সেই মিছিলে পুলিশ বাধা দেয়। ফলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা বেঁধে যায়। পরে তারা স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়।
নতুন মানচিত্র প্রকাশ করল নেপাল পার্লামেন্ট
পাশাপাশি প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলে শিঘ্রই সমস্যার সমাধান ও সঠিক ক্ষতিগ্রস্তদের হাতে টাকা না পৌছালে তারা লাগাতার বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে যাবে।
যদিও তৃণমূলের পক্ষথেকে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করা হয়েছে বিজেপির চটকদারি রাজনিতি করার জন্য মিথ্যা অভিযোগ করছে।
তৃণমূল নেতাদের দাবি, যদি আন্দোলনরত বিজেপি কর্মীদের কাছে কোন তথ্য থাকে তবে তারা আলোচনায় বসতে পারে বা সংশ্লিষ্ট দপ্তরের অভিযোগ জানাতে পারে।।