আসছে পুজো, ঘুরে আসুন অ্যামাজনের সিক্রেট ওয়েবসাইট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মুঠোফোনের দৌলতে ‘অনলাইন শপিং’ কেই অধিক গুরুত্ব দিচ্ছেন আমজনতা। গ্যাজেটস থেকে গ্রসারি বা জামাকাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স আইটেম সবকিছুতেই তুমুল জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন। তবে জানেন কি, এই অ্যামাজনেই রয়েছে সিক্রেট ওয়েবসাইট?
এই সিক্রেট ওয়েবসাইটে ৭হাজার টাকার জিনিস পাওয়া যায় মাত্র ২হাজার টাকায়। অবাক লাগলেও সত্যি। লকডাউনের সময় বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তখন অনেকেই জোর দেন অনলাইন কেনাকাটায়।
ই-কমার্স সংস্থা অ্যামাজন অন্যান্য সংস্থাগুলির থেকে এক্ষেত্রে একটু বেশি এগিয়েছিল। অনেকক্ষেত্রে গ্রাহকরা জিনিস কেনার পর কিছু কারণবশত তা বদল জন্য ফেরত পাঠান। সেক্ষেত্রে হয়তো জিনিসটি হালকা ক্ষতিগ্রস্থ হয়ে থাকে বা প্যাকিং ঠিকঠাকমতো করা থাকে না।
আফগানিস্তান ইস্যুতে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল
অ্যামাজনের সিক্রেট ওয়েবসাইটটিতে এই সমস্ত জিনিস বিক্রি করা হয়। যারা এই সিক্রেট ওয়েবসাইট ব্যবহার করে কেনাকাটা করেন, তারা অ্যামাজনের মতোই কাস্টমার কেয়ার এবং রিটার্ন পলিসির সুবিধা পাবেন।
অর্থাৎ এর থেকেই স্পষ্ট সিক্রেট ওয়েবসাইট থেকে কেনা কোন জিনিসে আপনি সন্তুষ্ট না হলে, ৩০দিনের মধ্যে তা ফেরত পাঠাতে পারেন সংশ্লিষ্ট সংস্থাটির কাছে।
অ্যামাজনে ৪০ হাজারের বেশি আইটেম রয়েছে। যা আপনি অর্ধেকের কম দামে কিনতে পারবেন। যারা ওয়েবসাইট থেকে কেনাকাটা করবেন তারা ৩৪ টি বিভাগ পাবেন। তার মধ্যে রয়েছে কম্পিউটার সহ ঘরের জিনিস, খেলনা, ভিডিও গেমস, ইলেকট্রনিক্স জিনিস সহ অন্যান্য বেশকিছু আইটেম।
মার্টিন লুইসের ওয়েবসাইটে moneysavirngexpert.com অ্যামাজনের এই সিক্রেট ওয়েবসাইট সম্পর্কে জানা যায়। সেখানেই একজন গ্রাহক জানিয়েছিলেন, ‘‘ একবার আমি একটি প্রেশার ওয়াশার কেনার জন্য অ্যামাজন ওয়েবসাইটে লগইন করেছিলাম ৷ একটি বিশেষ মডেলের উপরেই আমার নজর ছিল ৷ অন্যান্য অনেক ওয়েবসাইটে ওই জিনিসটার দাম যেখানে ২০ হাজার টাকার বেশি ছিল, সেখানে একই জিনিস আমি অ্যামাজন ওয়্যারহাউজে ১৩ হাজার টাকায় পেয়েছিলাম ৷ এই ডিল আমার দারুণ পছন্দ হয়েছিল ৷ তারপর থেকেই আমি এখান থেকে কেনাকাটা শুরু করি ৷’’
এর থেকেই স্পষ্ট অ্যামাজনের এই সিক্রেট ওয়েবসাইট অনেকের কাছেই বেশ পছন্দের।