প্রায় ২০ মাস পর GST কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে নেওয়া হতে পারে সিদ্ধান্ত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ বিকেলে লখনৌতে জিএসটি কাউন্সিলের বৈঠক বসছে। দেশে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার পর এই প্রথম জিএসটি কাউন্সিলের বৈঠক হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ কাউন্সিলের সদস্য এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা।

রাজ্য থেকে অর্থমন্ত্রী অমিত মিত্র উপস্থিত থাকছেন না। অসুস্থতার কারণে তাঁর পক্ষে স শরীরে উপস্থিত থাকা সম্ভাবনায় বলে জানা গিয়েছে। তাঁর বদলে পুরো ও নগর উন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

এছাডাও থাকছেন রাজ্যের অর্থ সচিব মনোজ পান্থ এবং অর্থ দপ্তরের অন্যান্য আধিকারিকরা ।এদিনের বৈঠকের অন্যতম মূল এজেন্ডা পেট্রোল, ডিজেল জিএসটির আওতায় আনা হবে কিনা।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে Covid19 এর ওষুধের ওপর থেকে কর কমানো নিয়ে। বিশেষজ্ঞরা আশা করছেন হয়তো পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনা হতে পারে। যদি সত্যিই তা হয় অনেকটাই দাম কমবে মহার্ঘ জ্বালানির।

সরকারি প্রকল্পে অসহযোগিতা, বিভিন্ন ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে সরকার

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রায় ২০  মাস পর এই বৈঠক হচ্ছে। শেষ বৈঠকে হয়েছিল ২০১৯ সালে। তারপর করোনা আবহে জিএসসটি কাউন্সিলর বৈঠক বাতিল করা হয়।

গত ২১ জুন কেরল হাইকোর্টের তরফে জানানো হয়েছিল পেট্রোল ডিজেল GST আওতাধীন হোক। চলতি বছরে দাম আকাশছোঁয়া জায়গায় পৌঁছেছে। কোথাও কোথাও পেট্রোলের দাম ১১০ টাকা পেরিয়ে গিয়েছে। কেরল হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই নড়েচড়ে বসে কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট