জম্মু-কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে গুরুত্বপূর্ণ বৈঠক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২৪ তারিখ জম্মু-কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠক। তার আগে কেন্দ্রের রণনীতি সাজাতে রবিবার প্রধানমন্ত্রী বাসভবনে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক। এদিন বৈঠকে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য সচিবরা৷ ২৪ তারিখ জম্মু-কাশ্মীরের সর্বদলীয় বৈঠকের আগে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন মোদি-শাহ-রাজনাথ।
সূত্রের খবর, ওই দিনের বৈঠকে জম্মু-কাশ্মীরের নেতাদের তরফে যেসমস্ত প্রশ্ন করা হতে পারে তার উত্তরের রূপরেখা তৈরি হচ্ছে এদিনের বৈঠকে। একইসঙ্গে জম্মু-কাশ্মীরের নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে এদিনের বৈঠকে৷
উল্লেখ্য, ২০১৯ সালে ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় ৩৭০ ধারা এবং ৩৫(এ)। বিশেষ মর্যাদা হারিয়ে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্ম হয়। দীর্ঘ সময় ধরে বন্দী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ সহ একাধিক নেতৃত্ব।
উত্তর ২৪ পরগণার গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলে ফিরলেন মুকুল ঘনিষ্ঠ তপন সিনহা
তারপর থেকে এই প্রথমবার জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনা যাচ্ছে বৈঠকে জেলবন্দীদের মুক্তি আবেদন এবং জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানাবেন জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতারা।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বৈঠকের কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরের ১৪ জন নেতাকে। এনসি নেতা ওমর আবদুল্লাহ জানিয়েছেন বৈঠকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। ফোন কল পেলেও এখনও অবধি চিঠি পাননি বলে জানিয়েছেন মেহবুবা মুফতি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে দলীয় বৈঠক করবেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ। দলীয় বৈঠকে বসতে চায় মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টি।