Anis Khan Death Protest : আনিস কাণ্ডে লাগাতার লড়াইয়ের সুফল পুরভোটে পাবে বামেরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আনিস খান ‘হত্যা’ ( Anis Khan Death Protest ) রহস্যের ন্যায় বিচারের দাবিতে বামেরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে। অপরদিকে প্রধান বিরোধী বিজেপি এই ঘটনায় রাজ্য সরকার ও তৃণমূলকে নিশানা করলেও সেভাবে আন্দোলনের ময়দানে নামেনি। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা শুধু বিবৃতি দিয়ে দায় সেরেছেন।
এদিকে এই প্রবল বিতর্কের মাঝেই রবিবার রাজ্যের ১০৮ টি পুরসভার নির্বাচন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আনিস বিতর্ক ভোটে কতটা প্রভাব ফেলবে? আনিস খান হত্যার রহস্য ( Anis Khan Death Protest ) পুরভোটে প্রভাব ফেলবে। কিন্তু ফল পরিবর্তন হবে না! বিষয়টি ব্যাখ্যা করা যাক।
আনিস খান হত্যার মধ্য দিয়ে একটা বিষয় মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে, রাজ্যের প্রধান বিরোধী দল হলেও বিজেপি সেভাবে লড়াইয়ের ময়দানে নেই। বরং বামেরা সাধারণ মানুষের ইস্যুগুলিকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করতে চাইছে।
Anis Khan Death Protest
এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী ভোটাররা ফের বামেদের দিকে অনেকটাই ঝুঁকে পড়বে বলে মনে হয়। এমনিতেই বিধানসভা ভোটের পরবর্তী উপ-নির্বাচন ও পুরনিগমের নির্বাচনগুলিতে দেখা দিয়েছে বিজেপিতে চলে যাওয়া বাম ভোট ফের ঘরে ফিরছে।
Russia-Ukraine War : রাজ্যের চা রফতানি ব্যবসায় বিপুল ক্ষতির আশঙ্কা
এই অবস্থায় রাজ্যের ১০৮ টি পুরসভার ভোটে প্রধান বিরোধী পক্ষ হিসেবে উঠে আসতে পারে বামেরা। অন্তত দক্ষিণবঙ্গে বিরোধী শিবিরের এই ব্যাটন পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। পাশাপাশি এটাও দেখার আমতার আনিস হত্যা রহস্যের প্রভাব উত্তরবঙ্গে পড়ল কিনা! অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, আনিস খান হত্যার রহস্য নিয়ে লাগাতার আন্দোলনের সুফল পেতে পারে বামেরা।
তবে এতো দ্রুত রাজ্যের সার্বিক ভোট চিত্রের পরিবর্তন কতটা হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় আছে। তাই বিরোধী শিবিরের মধ্যে বিজেপিকে পিছনে ফেলে বামেদের বিরোধী মুখ হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে রাজ্যের বেশিরভাগ মানুষের জনসমর্থন তৃণমূলের দিকেই থাকবে বলে মনে হয়। তবে বামেরা যদি এই লাগাতার আন্দোলনের ধারা ধরে রাখতে পারে তবে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল অনেক জায়গায় বেকায়দায় পরলেও পরতে পারে!