ফ্রান্সের পর ভিয়েনা, বন্দুকবাজের গুলিতে মৃত ২ এবং আহত ১৫

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফ্রান্সের ঘটনার ঘা এখনও মানুষের মন থেকে শুকোয়নি। রক্তাক্ত হল ইউরোপের আরও একটি দেশ অস্ট্রিয়া। রাজধানী ভিয়েনায় বন্দুকবাজদের গুলিতে মৃত ২ আহত ১৫ জন। বাড়তে পারে মৃতের সংখ্যা, আশঙ্কা প্রশাসনের। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী পুলিশের গুলিতে আহত হয়েছে এক বন্দুকবাজ।

পুলিশ সূত্রের খবর, সোমবার রাত ৮ টা নাগাদ ভিয়েনার ছয়টি জায়গায় হামলা চালায় বন্দুকবাজের দল। তাঁদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র। পুলিশের পাল্টা গুলিতে ঘায়েল হয়েছে একজন হামলাকারী। প্রথমে সংবাদ সংস্থা ওআরএফের দেওয়া খবরে ঘটনায় একজন পথচলতি মানুষের মৃত্যুর কথা উঠে আসে। কিন্তু পরে আরও একজনের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন ভিয়েনার মেয়র মাইকেল লুডউইগ। ঘটনায় একজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েহেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে ফের লকডাউন ঘোষণা করেছিল অস্ট্রিয়া প্রশাসন। সেকারণেই আগের রাতে শহরে খোলা ছিল একাধিক বার, রেস্টুরেন্ট। ঠিক সেই সময়েই হামলা চালায় বন্দুকবাজের দল। প্রতক্ষ্যদর্শীদের মতে, প্রথমে মন হয়েছিল বাজি ফাটার শব্দ। পরে বুঝতে পারা যায় এটা গুলির শব্দ। অনেকের মতে, বন্দুকবাজদের হাতে স্বয়ংক্রিয় বন্দুক ছিল। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই তা এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজরা।

গোটা ঘটনাটির তীব্র নিন্দা করে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছেন অস্ট্রিয়ার চান্সেলর সেবাস্টিয়ান কুরোজ। তিনি জানিয়েছেন, পরিকল্পনামাফিক অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে বন্দুকবাজরা। এখনও অবধি আরও একজন হামলাকারী ফেরার বলে জানিয়েছেন অস্ট্রিয়ায় মন্ত্রী কার্ল নেহাম্মের। যদিও হামলাকারীদের সংখ্যা কত ছিল তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।  শহরবাসীকে নিজ ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বেশ কিছু বহুতলে মোতায়েন করা হয়েছে সেনা।

উল্লেখ্য, গত মাসেই মহম্মদে ব্যঙ্গচিত্র নিয়ে শিক্ষা প্রদানের জন্য আততায়ীদের গুলিতে নিহত হতে হয় এক শিক্ষককে। কয়েকদিন আগেই আততায়ীদের হাতে খুন হন এক মহিলা। ঘটনাক্রমে বাদ যায়নি রাশিয়া এবং কানাডা। হলউইনের রাতে মধ্যযুগীয় পোশাক পড়েই তরোয়াল নিয়ে হামলা চালায় আততায়ীরা। এবার হামলাকারীদের নজরে ছিল অস্ট্রিয়া। হামলার পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট