কয়লাকাণ্ডে মুল অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে বিনয় মিশ্রের গ্রেফতারির আবেদন জানায় ইডি। ইডির আবেদনে সাড়া দিয়ে বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
ইডির তরফে বলা হয়েছে, একাধিকবার বিনয় মিশ্রকে তলিব করা হলেও তিনি উপস্থিত হননি। এমনকি ফোন সহ কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি।
তাই বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে আদালতে উপস্থিত হয় ইডি। এদিন ইডির আবেদনে সাড়া দিয়ে রায় ঘোষণা করেন বিচারপতি পঙ্কজ শর্মা।
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি, খুন উত্তর দিনাজপুরের বিজেপির যুব নেতা
এর আগে কয়লাপাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ চার জনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, প্রায় ১৩৭৪ কোটি টাকার বেআইনি কয়লা পাচারের সঙ্গে যুক্ত ছিল ওই চার জন। আসানসোল, পুরুলিয়া, বীরভূম সহ বিস্তীর্ণ এলাকায় চলত এই র্যাকেট। সকলকে জিজ্ঞাসা করেই প্রত্যেকবার উঠে এসেছে বিনয় মিশ্রের নাম।
তাই বিনয় মিশ্রকে ডেকে জিজ্ঞাসাবাদ জরুরী বলে মনে করছে তদন্তকারী সংস্থা। যে কারণেই বিনয়ের কোনও খোঁজ না পেয়ে আদালতের দ্বারস্থ হতে হয় ইডিকে।