West Bengal Election: প্রচারে বেরিয়ে ব্যাটে বলে জনসংযোগ অশোক ভট্টাচার্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কখনও ফুটবলে শট। আবার কখনও ব্যাট হাতে বাউন্ডারি। শিলিগুড়ির রাজনৈতিক পিচটা তাঁর জানা। চেনা মাঠেই জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রবীন সিপি(আই)এম নেতা অশোক ভট্টাচার্য।
ভোট লগ্নে প্রচারে বেরিয়েছেন সমস্ত দলের মনোনীত প্রার্থীরা। দক্ষিণবঙ্গের দু’দফার নির্বাচনের পর তৃতীয় দফার নির্বাচনে অংশ নেবে উত্তরবঙ্গ। তার আগে বুধবার সাতসকালে প্রচারে বেরিয়ে গা ঘামিয়ে নিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপি(আই)এম প্রার্থী অশোক ভট্টাচার্য।
যদিও অশোকবাবুর প্রচারের এধরনের নিজস্বতা নতুন কিছু নয়। এই স্ট্র্যাটেজিতেই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে পাঁচ বারের বিধায়ক। তাঁর প্রচারের ভঙ্গিতে প্রশংসা করেছিলেন স্বয়ং জ্যোতি বসু। বাম জমানায় ছিলেন ক্যাবিনেট মন্ত্রীও। তাই ২১ এর নির্বাচনে শিলিগুড়িতে বামেদের তুরুপের তাস তিনিই।
এবারের নির্বাচনে তাঁর লড়াই মুলত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। তৃণমূল থেকে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন ওমপ্রকাশ মিশ্র। অন্যদিকে বিজেপি ওই কেন্দ্রে প্রার্থী করেছে শঙ্কর ঘোষকে। দীর্ঘ সময় ধরে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকার পর দল বদল করে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ।
আরও পড়ুনঃ West Bengal Election: নিরাপত্তা বাড়ানো হল বিজেপি প্রার্থী অশোক দিন্দার
এরই মধ্যে অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে নির্দল হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কো-অর্ডিনেটর নান্টু পাল। তাঁর বক্তব্য, রাজ্যের ক্ষমতায় যে দল আসবে তাঁকেই সমর্থন করবেন তিনি। তৃণমূল প্রার্থীকে তেমনভাবে আমোল দিতে নারাজ নান্টু বাবু। বরং তাঁর লড়াই অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে তা স্পষ্ট করেছেন তিনি।
গত লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছিল বিজেপি। উত্তরবঙ্গে বিজেপির বিরুদ্ধে দাঁত ফোঁটাতে পারেনি কোনও দল। তারপর এক বছরে বদলে গিয়েছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ। একসময়ের বিজেপির শরীক গোর্খা জনমুক্তি মোর্চারা তৃণমূলের পক্ষে লড়াই করছে। এর প্রভাব সমতলেও খানিকটা পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই বদলে যাওয়া সমীকরণের মাঝে নিজের অটুট জনমত ধরে রাখতে পারবেন বর্ষীয়ান সিপি(আই)এম নেতা? প্রশ্ন রাজনৈতিক মহলের।