Assansol Municipal Election : আসানসোল নিয়ে নিশ্চিত হওয়া যাবে লোকসভা উপনির্বাচনের পর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০১৪ এর পর ২০১৯, লোকসভা নির্বাচনে পর পর দু’বার আসানসোল ( Assansol Municipal Election ) থেকে জয়ী হন বিজেপি প্রার্থী। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে চারিদিকে এমন হাওয়া তোলা হয় যাতে মনে হয়েছিল আসানসোলের ( Assansol Municipal Election ) সব কটি আসনে জয়ী হবে গেরুয়া শিবির।
যদিও শেষ পর্যন্ত দেখা যায় ৫-২ ব্যবধানে বিজেপিকে টেক্কা দিয়েছে তৃণমূল। কিন্তু তার সত্ত্বেও আসানসোল ( Assansol Municipal Election ) পুরনিগম এলাকায় একুশের ভোটে এগিয়ে ছিল বিজেপি। সে দিক থেকে আসানসোলে তৃণমূলের একপেশে জয় বুঝিয়ে দিল শিল্পনগরীর বিজেপি ঘাঁটি এখন কেবলই স্বপ্ন। তবে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে লোকসভার উপনির্বাচনের ফল বের হলে।
আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের মধ্যে ৯১ টি তেই জয়ী হয়েছে তৃণমূল। মাত্র ৭ টি ওয়ার্ডে জিতে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে বিজেপির যাবতীয় স্বপ। কংগ্রেস ৩ টি, বামফ্রন্ট ২ টি ও নির্দল প্রার্থীরা ৩ টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
বিপুল সাফল্যের মাঝে বিধাননগরের প্রাপ্ত ভোট শতাংশ কাঁটা শাসকের
Assansol Municipal Election
কিন্তু এই হার সহজে মেনে নিতে রাজি নয় গেরুয়া শিবির। প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ কেন্দ্রীয় বাহিনী না থাকায় অবাধে ভোট লুঠ করেছে তৃণমূল। তাঁর দাবি আসানসোলের মানুষ বিজেপিকেই চেয়েছিল, তাদের সেই ইচ্ছের অমর্যাদা করছে শাসক দল।
জিতেন্দ্র তিওয়ারি এমনও বলেছেন, লোকসভার উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তাই গাজোয়ারি করতে পারবে না তৃণমূল। তাই বিজেপিই নাকি জয়ী হবে!
জিতেন্দ্র তিওয়ারির এই অবাক করা মন্তব্যের জবাব মুখের বদলে কাজে দেওয়া উচিত। আর সেটা একমাত্র সম্ভব হবে লোকসভার উপ-নির্বাচনে তৃণমূল যদি আসানসোল পুনরুদ্ধার করতে পারে। সেক্ষেত্রে সম্পূর্ণ ধুলিস্যাৎ হয়ে যাবে বাংলায় বিজেপি যাবতীয় স্বপ্ন-আশা-ভরসা।