প্রথমে করোনা এবার নির্বাচনের কারণে দীর্ঘ দিনের জন্য বন্ধ মহানগরীর একাধিক স্কুলের দরজা
দ্য কোয়ারি ওযেবডেস্কঃ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন । আর সেই বিধানসভা নির্বাচনের কাঁটায় বন্ধ হতে চলেছে মহানগরের একাধিক স্কুলের দরজা । নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই, নির্বাচনে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীরা প্রশিক্ষণ ও অন্যান্য নির্বাচন সংক্রান্ত কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ায় পঠন-পাঠনের গতি কিছুটা কমে গিয়েছিল । এবার নির্বাচনের কাজে যে স্কুলগুলিকে ব্যবহার করা হচ্ছে সেগুলি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ।
গত 12 ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলেছিল স্কুলের দরজা । ওই শ্রেণিগুলির ছাত্র-ছাত্রীরা সশরীরে এসে অংশগ্রহণ করেছিল পঠন-পাঠন ও পরীক্ষায় । করোনা আবহে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে, সতর্কতা অবলম্বন করে চলেছিল সশরীরে ক্লাস । দীর্ঘ 11 মাস পর স্কুলে সশরীরে ক্লাস চালু হওয়ায় পঠন-পাঠনে গতি এলেও তা কিছুটা থমকে গিয়েছিল রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার পর ।
এবার নির্বাচনের কারণে ফের সশরীরে ক্লাস বন্ধ করে ভার্চুয়াল ক্লাসে ফিরতে চলেছে একাধিক সরকারি স্কুল ।বেথুন কলেজিয়েট স্কুলে বুধবার কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে । সকাল 9টায় কেন্দ্রীয় বাহিনী স্কুলে ঢোকার খবর পেতেই স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওই গার্লস স্কুলটির কর্তৃপক্ষ ।
বেথুন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী অধিকারী বলেন, “আমাদের স্কুলে গতকাল কেন্দ্রীয় বাহিনী ঢুকে গিয়েছে । বাহিনী 30 এপ্রিল পর্যন্ত থাকবে ততদিন আমরা বন্ধ রাখব । অনলাইন ক্লাস চলবে এই সময়টাতে । আগে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস হচ্ছিল । এই সময়টার জন্য পুরোপুরি অনলাইনে ক্লাস হবে ।”
ভোট মরসুমে করোনায় রাশ টানতে হাইকোর্টে মামলা
শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া নাগ বলেন, “ইলেকশন কমিশন যে স্কুলগুলো নিয়ে নিয়েছে সেখানে তো মেয়েদের আনা যাবে না । সেগুলো বন্ধ করতেই হবে । আমার স্কুল নিয়ে নিয়েছে প্রায় 15-20 দিন আগে । প্যাণ্ডেল বাঁধা হচ্ছে । এতদিন ক্লাস হচ্ছিল । তবে, এখনও কেন্দ্রীয় বাহিনী ঢোকেনি । কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেলে তখন বন্ধ করে দিতে হবে । ভার্চুয়ালে ক্লাস চলবে ।”
অন্যদিকে, বেশ কয়েকদিন ধরেই রাজ্য তথা গোটা দেশেই ঊর্ধ্বমুখী কোরোনার গ্রাফ । নির্বাচনের কারণে করোনা স্কুলে চলে আসতে পারে এই আশঙ্কা করে 11 এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে যাদবপুর বিদ্যাপীঠে ।
অন্যদিকে, করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবক সকলেই । যেমন, হিন্দু স্কুলে ইতিমধ্যেই করোনা আবহে 6 দিনের পরিবর্তে 3 দিন সশরীরে ক্লাস করানোর আবেদন জানানো হয়েছে ।
হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত বলেন, “আমরা এখনই স্কুল বন্ধ করছি না । অভিভাবকদের কাছ থেকে আবেদন এসেছে, স্কুল যাতে তিনদিন খোলা রাখতে ও তিনদিন বন্ধ রাখতে । তার প্রেক্ষিতেই আমরা সোমবার একটা বৈঠক ডাকছি । সেখানে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা সকলেই থাকবেন । সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে কিছু করা যায় কি না সেটা নিয়ে চিন্তাভাবনা করব । সেখানে যা সিদ্ধান্ত হবে সেটা লাগু করা হবে ।”
হিন্দু স্কুলে শুক্রবার থেকে বিভিন্ন কারণে 18 এপ্রিল পর্যন্ত ছুটি রয়েছে । সোমবারের বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা 19 এপ্রিল থেকে লাগু করা হবে ।তবে, লম্বা ছুটি দেওয়া হলেও সরকারি নির্দেশিকা ছাড়া স্কুল বন্ধ করার কোনও সিদ্ধান্ত নেবে না কোনও স্কুল ।
শাশ্বতী অধিকারী বলেন, “সরকারি নির্দেশিকা না পেলে আমরা কিছু করতে পারব না । স্কুল শিক্ষা দফতর বন্ধ করে দিতে বললে আমরা বন্ধ করে দেব । সেরকম কিছু এখনও আসেনি । চিন্তা তো আছেই । কিছুদিন ধরে উপস্থিতির হারাও একটু কম ছিল । সরকারি নির্দেশিকা অনুযায়ী, স্কুল খোলা থাকবে । তবে, অভিভাবকরা পাঠাবেন কি না সেটা তাঁরা ঠিক করবেন । সরকার ঠিক করবে স্কুল খোলা থাকবে না বন্ধ করা হবে ।”