ডেভিড উইলিয়ামসের দুর্ধর্ষ গোলে জয়ী এটিকে মোহনবাগান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বরাবরের রক্ষণাত্মক ভঙ্গি থেকে সরে গিয়ে পাতোর্দা স্টেডিয়ামে আক্রমণাত্মক ধাঁচে খেলল সবুজ মেরুন শিবির। রক্ষনভাগকে শক্তিশালী করেও কোচ হাভাসের অ্যাটাকিং স্ট্র্যাটেজিক এক্সপেরিমেন্ট কাজে দিল। ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল সবুজ মেরুন শিবির। রুদ্ধশ্বাস ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ান তারকা ডেভিড উইলিয়ামস।
যেভাবে কোচ অ্যান্টিনিও হাভাসের ছেলেরা নিজেদের ময়দানে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে সেই তুলনায় কার্লোস কোয়াদ্রাথের দলকে দুর্বল মনে হয়েছে। এমনকি এটিকে প্রীতম-তিরিদের রক্ষণভাগের দুর্গ সেভাবে ভেদ করতে সক্ষম হয়নি তাঁরা। ম্যাচের ৩৩ মিনিটে ব্যাঙ্গালুরুর ডিফেন্স ভেদ করে সুযোগকে কাজে লাগানে ডেভিড উইলিয়ামস।
আরও পড়ুনঃ শেষ মুহুর্তে রয় কৃষ্ণর গোলে জয়ী এটিকে মোহনবাগান
টানটান উত্তেজনায় গোটা ম্যাচ চললেও দ্বিতীয়ার্ধে সেভাবে ফায়দা তুলতে পারেননি এটিকে মোহনবাগান। একাধিক সুযোগ হাতছাড়া করতে হয়েছে তাঁদেরকে। যদিও পুরো ম্যাচে বিশেষভাবে নজর কেরেছে সবুজ মেরুন শিবির।
এই মুহুর্তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে কোচ হাভাসে দল। তৃতীয় স্থানেই রয়েছে ব্যাঙ্গালুরু। ফলে লড়াই যে টক্করে টক্করে হয়েছে তা বলার অবকাশ থাকে না।