ছাত্র নেতা আনিসের ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ছাত্র নেতা আনিস খান হত্যা রহস্যের এখন‌ও কোন‌ও সমাধান হয়নি। তার‌ই মধ্যে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন আনিসের ভাই সলমন। শরীরে চপারের একাধিক গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অবস্থা বেশ সঙ্কটজনক। এই সলমন ছিল আনিস হত্যা মামলার অন্যতম প্রধান সাক্ষী।

ছাত্র আন্দোলনের প্রতিবাদী মুখ আনিস খানকে আমতার বাড়িতে ঢুকে পুলিশ খুন করেছিল বলে অভিযোগ ওঠে। এই নিয়ে রাজ্য বহু আন্দোলনের সাক্ষী থেকেছে। আনিসের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়। তাঁর মৃত্যু নিয়ে পথে-ঘাটের আন্দোলনে একদম প্রথম সারিতে দেখা যেত খুড়তুতো ভাই সলমনকে। শাসকদল ও পুলিশের বিরুদ্ধে তিনি প্রবল সরব ছিলেন।

শুক্রবার রাতে সলমনের আমতার বাড়িতে ঢুকে হঠাৎই হামলা করে একদল দুষ্কৃতী। চপার দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। মাথার পিছনে মুহুর্মুহু আঘাতের জেরে মেঝেতে লুটিয়ে পড়েন। রক্তে ভেসে যায় চারিদিক। তাঁর স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

কেষ্টকে বীরের মর্যাদা! উজ্জীবিত নিচুতলা

সলমনকে প্রথমে বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে আনিসের ভাইয়ের।

এই ঘটনায় শাসকদল তৃণমূলের দিকে আঙুল তুলেছেন আনিসের বাবা সালেম খান। তাঁর অভিযোগ, আনিস খান খুনের তথ্য ধামাচাপা দিতেই তার ভাইয়ের উপর এই হামলা চালানো হয়েছে। তিনি এই ঘটনাতেও সিবিআই তদন্ত চেয়েছেন।

সম্পর্কিত পোস্ট