Ayodhya : তৈরী হচ্ছে ৫ লাখ প্রসাদের প্যাকেট , রাম মন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব অযোধ্যায়

রাম মন্দির উদ্বোধন

The Quiry : Ayodhya মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগত ভক্তদের দেওয়া প্রসাদ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রামবিলাস অ্যান্ড সন্সকে। এই কোম্পানি তৈরি করছে যাবতীয় প্রসাদ। রামবিলাস অ্যান্ড সন্সের সঙ্গে যুক্ত মিথিলেশ কুমারের মতে , শ্রী রাম জন্মভূমির ভক্তদের যে ধরনের প্রসাদ দেওয়া হচ্ছে তা আদপে এলাচের বীজ। যা এলাচ ও চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে।

তৈরি করা হচ্ছে মোট ৫ লক্ষ প্রসাদের প্যাকেট। সংস্থার ২২ জন কর্মী নিরন্তর সেই কাজ করে চলেছেন। উল্লেখ্য , মন্দিরের জন্য ১০০ টন চাল ছত্তিশগড় থেকে অযোধ্যায় পৌঁছেছে বলে খবর। অযোধ্যার রামসেবকপুরম এলাকায় রাম মন্দির ট্রাস্টের তৈরি কেন্দ্রীয় স্টোরে এই চাল রাখা হয়েছে।

Ayodhya : তৈরী হচ্ছে ৫ লাখ প্রসাদের প্যাকেট , রাম মন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব অযোধ্যায়

আরও খবর- Reliance Group : ‘ইন-স্পেস’কে প্রয়োজনীয় নথি , এবার স্যটেলাইট ইন্টারনেট পরিষেবায় আত্মপ্রকাশ রিলায়েন্স গ্রুপের

অযোধ্যার রাম মন্দিরে শ্রী রামের প্রতিষ্ঠার অপেক্ষায় গোটা দেশ। ২২ শে জানুয়ারি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে যে হাজার হাজার ভক্তের আনাগোনা থাকবে, তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতে প্রচুর পরিমাণে প্রসাদ তৈরির তোড়জোড়ও শুরু হয়েছে। চরম ব্যস্ততা অযোধ্যা জুড়ে।

সম্পর্কিত পোস্ট