নজরে গোয়া, বাবুল সৌগতর উপস্থিতিতে ২৫ থেকে প্রচার শুরু তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের জন্য বাকি মাত্র কয়েকমাস। ২৫ অক্টোবর থেকে গোয়াতে (Goa) প্রচার শুরু করছে তৃণমূল। ওই দিন উপস্থিত থাকবেন সদ্য বিজেপি (Bjp) থেকে তৃণমূলে (Tmc)আসা বাবুল সুপ্রিয়(Babul supriyo) এবং সাংসদ সৌগত রায় (sougata roy)।
বাংলার পর বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলিতে বিশেষ গুরুত্ব দিতে চাইছে তৃণমূল। এর মধ্যে রয়েছে গোয়া, ত্রিপুরা এবং অসম৷ আর মাত্র কয়েকমাস পরেই গোয়ার বিধানসভা নির্বাচন(Goa Assembly Election)৷ গোয়া নির্বাচনে এককভাবে লড়াই করতে চায় তৃণমূল। তাই আগে থেকে প্রচার শুরু করতে চাইছে ঘাসফুল শিবির।
আগামী ২৫ তারিখের প্রচারের সুচনা। এরপর দু’দিনের গোয়া সফরে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেবেন তিনি।
ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস ঘরানার নেতা লুজিনহো ফেলেরিওর হাত ধরে গোয়ায় ঘাসফুলের বিস্তার হতে শুরু করেছে। শুক্রবার দলের সহ-সভাপতি পদে তাঁকে নিযুক্ত করেছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এ থেকেই বোঝা যাচ্ছে সারা দেশে বিশেষ বার্তা দিতে এবং মমতাকে মোদি বিরোধী মুখ হিসাবে গড়ে তুলতে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল।