করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়, থাকছেন না আসানসোলের ভোটে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথমবার করোনার ধাক্কা থেকে মুক্তি পাননি। গত বছর আইসোলেশনে থাকার পর করোনার মুক্তি পান তিনি। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে মুক্তি পেলেন না তিনি। টুইট করে নিজের করোনা আক্রান্তের কথা জানালেন বাবুল নিজেই। একইসঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্ত্রীও।
Both me & my wife have tested positive😩Me for the 2nd time!!
V Sad that I won’t be able to vote in Asansol. I needed to be there on the road too for the 26th Polls where ‘desperate’ @AITCofficial Goons hv already unleashed their terror machinery to disrupt free & fair polls 1/2— Babul Supriyo (@SuPriyoBabul) April 25, 2021
রবিবার টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দ্বিতীয়বার আমি এবং আমার স্ত্রী করোনা আক্রান্ত হলাম। একইসঙ্গে তিনি বলেন, আসানসোলে ভোট দিতে যেতে পারবেন না তিনি। ২৬ এপ্রিল রাস্তায় নেমে ভোট প্রক্রিয়া দেখা উচিত ছিল। কারণ, তৃণমূলের গুন্ডারা শান্তিতে ভোট হতে দেবে না।
However, the #TMchhi terror machinery who I hv handled (well) since 2014 may not rejoice•Wil b doing my duties frm my room & b right by my Candidates mentally in everyway possible to ensure 9/9 seats there🤟@KailashOnline @shivprakashbjp @DilipGhoshBJP @BJP4Bengal @amitmalviya https://t.co/35uVEA5RNL
— Babul Supriyo (@SuPriyoBabul) April 25, 2021
কিন্তু চিকিৎসকের পরামর্শে বাড়িতেই থাকবেন তিনি। বাড়ি বসেই নিজের কাজ করবেন বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। পশ্চিম বর্ধমানে যাতে নয়ে নয় হয় সেদিকেই নজর রাখতে চান তিনি। ভাইরাস আক্রান্ত হলেও আসানসোলের ভোটবাক্সে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি।