পৌষের সকালে বৈশাখী বাধা, মিছিলে শোভনের উপস্থিতি নিয়ে জল্পনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সপ্তাহের প্রথম কাজের দিন অতিরিক্ত গাড়ি বাইক নিয়ে মিছিল করলে অযথা যানজট তৈরি হতে পারে কলকাতা জুড়ে। আর সেই আশঙ্কা থেকেই সোমবার কলকাতায় শোভন-বৈশাখী মিছিলের অনুমতি দেয়নি লালবাজার। যা নিয়ে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
লালবাজার সূত্রে জানা গিয়েছিল,, বিজেপির তরফ থেকে ৮০ টি গাড়ি এবং ২০ টি বাইক নিয়ে মিছিল করার অনুমতি চাওয়া হয়েছিল। তবে প্রশাসন মনে করছে আদতে এই সংখ্যাটা আরো বাড়বে। আর সে থেকে প্রবল যানজট হতে পারে কলকাতায়। তাই অনুমতি নাকচ করেছে লালবাজার।
বিজেপিতে যোগ দেবার ১৮ মাস পর সকলেই ভেবেছিলেন নতুন বছরের শুরুতে নতুনভাবে বিজেপিতে সক্রিয়ভাবে দেখা যাবে শোভন-বৈশাখীকে। তবে সেই আশা-আকাঙ্খায় জল ঢেলে বিজেপির কো-অর্ডিনেটর পদ থেকে ইস্তফা দিয়ে সেই নাটকীয়তা বজায় রাখলেন শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/students-came-forward-with-plastic-awareness/
রাজনৈতিক মহলের মতে, বৈশাখের এই সিদ্ধান্ত কিভাবে দেখবেন শোভন চট্টোপাধ্যায় সেটাই অপেক্ষা। কারণ এতদিন তিনি সম্মান প্রসঙ্গে সরব ছিলেন। আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় ইস্তফার কারণ হিসেবে সেই সম্মান প্রসঙ্গই দর্শিয়েছেন।
শোভন বৈশাখীর মিছিল শুরু হবার কথা আলিপুর থেকে। ডায়মন্ডহারবার, মাজেরহাট ব্রিজ, মহাবীরতলা, টালিগঞ্জ, হাজরা ক্রসিং, চৌরঙ্গী হয়ে মুরালিধর সেন স্ট্রিটে রাজ্য বিজেপির সদর দপ্তরে গিয়ে শেষ হবে মিছিল। মিছিল নিয়ে প্রথমে আপত্তি থাকলেও পরে সেই রুট চেঞ্জ হয়। তবে তা সত্বেও মেলেনি পুলিশের অনুমতি। এরই মাঝে নতুন করে জটিলতা তৈরি করেছে বৈশাখীর পদত্যাগ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/anurag-thakur-given-answer-to-tmc-on-outsider-issue/
নির্বাচনের আগে শোভন বৈশাখী হাইভোল্টেজ এই মিছিলকে ঘিরে বিজেপির তৎপরতা ছিল তুঙ্গে। তবে বৈশাখী বেঁকে বসার পর শোভনের সিদ্ধান্ত কী হয়, আদৌ আজকের মিছিলে তিনি উপস্থিত থাকেন কিনা সেটাই বড় চ্যালেঞ্জ বিজেপি কাছে।
যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।