নারদ মামলার শুনানির আগেই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে বার কাউন্সিলের চিঠি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ২৯ জুন নারদ মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। তার আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের অপসারণ চেয়ে রাজ্যের বার কাউন্সিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে। রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব আজ এই মর্মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমভি রামানাকে চিঠি দিয়েছেন।
৬ পাতার ওই দীর্ঘ চিঠিতে একাধিক মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশ ও পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নারদ, নন্দীগ্রাম মামলার মতো রাজ্য সরকারের মামলাগুলিতে হাই কোর্টের প্রধান বিচারপতির ভূমিকা সন্তোষজনক নয় বলেও ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে।
নারদ মামলায় হাই কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইন মন্ত্রী মলয় ঘটকের হলফনামা গ্রহণ করা হয়নি সেই প্রসঙ্গ উল্লেখ করে তার যৌক্তিকতা নিয়ে চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে।
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ৩ টি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা
প্রসঙ্গত, গত ৯ জুন নারদ মামলার শুনানি চলাকালীন হলফনামা জমা নেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়।
হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানিয়েছিলেন, এক পক্ষের সওয়াল শেষে নতুন করে হলফনামা নিলে তার উপর ফের আলোচনা হবে। তাই তখন মুখ্যমন্ত্রীর হলফনামা জমা নেওয়া হল না।
এরপরই হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সুপ্রিম কোর্ট সেই হলফনামা জমা নিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টকে।