Bastutantra: পবিত্র তুলসি গাছে জল দেন ? জানেন কোন পাত্র ব্যবহার আপনার সংসারে আসবে মঙ্গল ?

তুলসী গাছে জল দেওয়া শুভ।

Bastutantra:  হিন্দু ধর্মমতে কথিত আছে , যে তুলসীদেবীকে সঠিকভাবে পুজো করলে জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। হয়। পবিত্র তুলসি গাছে জল দেন ? জানেন কোন পাত্র ব্যবহার করা সবচেয়ে শুভ ? তুলসী গাছে জল দিতে হলে সবসময় তামার পাত্র থেকে জল দেওয়া উচিত। একটি ইস্পাতের বা স্টিলের পাত্র দিয়েও তুলসী গাছে জল দিতে পারেন। তাতে কুণ্ডলীতে গ্রহের অবস্থান মজবুত হয় বলে মনে করা হয়।

হিন্দু ধর্মমতে, তুলসী গাছ হল শুদ্ধ ও পবিত্র। পিতলের পাত্র থেকে তুলসী গাছে জল দেওয়া খুবই শুভ। তা থেকে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। বিষ্ণু দেবের সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। অনেকে আবার তামার পাশাপাশি একটি পিতলের পাত্র ব্যবহার করে থাকেন। তাতে আরও শুভ ফল পাওয়া যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাতে সমস্ত বাধাবিঘ্ন কেটে যেতে পারে। পূরণ হতে পারে আপনার ইচ্ছাও।

আরও খবর- লাগাতার দুর্নীতিতে ক্ষুব্ধ বিচারপতিকে নাম না করে নজিরবিহীন আক্রমণ কুণালের

Bastutantra: পবিত্র তুলসি গাছে জল দেন ? জানেন কোন পাত্র ব্যবহার আপনার সংসারে আসবে মঙ্গল ?

তবে জ্যোতিষীর মতে, একাদশীর দিন তুলসি গাছে জল দেওয়া এড়িয়ে চলুন। এমনটা বিশ্বাস করা হয় যে একাদশীর দিন তুলসি গাছকে জল নিবেদন করলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন। এটি একজন ব্যক্তির জীবনে অনেক ধরনের আর্থিক সমস্যা সৃষ্টি করতে পারে। তাদের কাজে বাধা আসতে পারে। এছাড়াও এটিও বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসি মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস রাখেন, তাই একাদশীর দিনে তুলসিকে জল দেওয়া এড়িয়ে চলা উচিত।

সম্পর্কিত পোস্ট