ফের অসুস্থ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের অসুস্থ বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, বুধবার দুপুরে ফের বুকে ব্যাথা অনুভব করেন তিনি। এরপর তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল থেকে অস্বস্তি বোধ করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর বুধবার পরিবারের তরফে সিদ্ধান্ত নিয়েই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোনও ঝুঁকি নিতে চাননি পরিবারের সদস্যরা।

এর আগে ২ জানুয়ারি বুকে ব্যাথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জানা যায় তাঁর একটি আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ রয়েছে।  সেবার ধমনীতে সেন্ট বসানো হয়েছিল। বাকি দুটিতে সেরকম অসুবিধা হবে না বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

৭ জানুয়ারি চিকিৎসার পর বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। কিন্তু ফের সৌরভের শরীর অসুস্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ফ্যানেরা।

সূত্রের খবর, এদিন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক আফতাব খানের সঙ্গে পরামর্শ নিয়েই পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে চিকিৎসকদের তরফে। সৌরভের ধমনীতে স্টেন্ট বসিয়েছিলেন কার্ডিও সার্জেন আফতাব খান। তিনি অ্যাপোলো হাসপাতালের সঙ্গে যুক্ত তাই সৌরভকে অ্যাপেলোতে নিয়ে যাওয়া হচ্ছে।

বাকি দুটি আর্টিলারিতে ব্লকেজের কারণেই কি ব্যাথা অনুভব করছেন মহারাজ? নাকি অন্য কোনও কারণে হচ্ছে এই ব্যাথা? সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

 

সম্পর্কিত পোস্ট