আমেরিকা যাত্রার আগেই ট্যুইটারে ঐক্যের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

দ্য কোয়ারি ওয়াবডেস্ক: তিন দিনের মার্কিন সফরে উদ্দেশ্যে বুধবার সকালেই রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কোয়াডের অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করবেন তিনি।

ওই দিনই মুখোমুখি বৈঠক সারবেন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে৷ প্রেসিডেন্ট পদে জো বাইডেনের জয়ের পর এই প্রথমবার মুখোমুখি হবেন দুই পক্ষ। এছাড়াও দেখা করবেন মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে।

এদিন মার্কিন প্রদেশে রওনা দেওয়ার আগে তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতেই আমেরিকা যাচ্ছেন তিনি। এছাড়াও সারা বিশ্বের পরিস্থিতির কথা মাথায় রেখেই পরবর্তী কুটনৈতিক এবং আন্তর্জাতিক পদক্ষেপ নিতেই জাপান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এছাড়াও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কোভিড এবং জঙ্গি দমনের কথাও তুলে ধরবেন তিনি।আফগানিস্তানের তালিবানের ক্ষমতায়ন এবং ভারতে তার প্রভাব নিয়ে আলোচনা করবেন বাইডেন মোদি।

বৈঠকে উঠে আসতে পারে আন্তর্জাতিক স্তরে জঙ্গি দমন দুই দেশের ভুমিকা। এছাড়াও ভারতে জঙ্গি অনুপ্রবেশ, আফগানিস্তান নিয়ে পাকিস্তানের চিন্তাভাবনা নিয়েও আলোচনা হতে পারে দু’পক্ষের মধ্যে।

আইনি কৌশলে বিজেপির বাজিমাত, ত্রিপুরায় বিশ বাঁও জলে অভিষেকের পদযাত্রা

উপমহাদেশে ভারতের বৈদেশিক নীতি ভিত আরও মজবুত করতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে আলাদা করে বৈঠক সারতে চান তিনি।

এমনকি দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকে উপমহাদেশীয় এবং আন্তর্জাতিক স্তরের একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী সঙ্গে তিন দিনের মার্কিন সফরে উপস্থিত থাকবেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

সম্পর্কিত পোস্ট