Bengal Business Summit : আন্তর্জাতিক বাণিজ্য মঞ্চের রূপ দিতে ৩০ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের আসন্ন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে ( Bengal Business Summit ) প্রকৃত অর্থে আন্তর্জাতিক বাণিজ্য মঞ্চের রূপ দিতে চায় রাজ্য সরকার। তাই এবারের শিল্প সম্মেলনে বিভিন্ন দেশের শিল্প সংস্থার যোগদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই উদ্দেশ্যে বৃহস্পতিবার ৩০ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলো রাজ্য।

নবান্ন সভাঘরে রাজ্য শিল্পোন্নয়ন নিগম এবং ফিকির যৌথ উদ্যোগে ওই বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হয়। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্যে ওই বৈঠকে শিল্প সম্ভাবনা ছবি তুলে ধরা হয় বলে নবান্ন সূত্রে খবর। ইতালি, নেদারল্যান্ড,প্যারাগুয়ে,কেনিয়া,মালয়েশিয়া,মরক্কো সহ ৩০ টি দেশের রাষ্ট্রদূত হাই কমিশনাররা উপস্থিত ছিলেন বৈঠকে।

৭ মার্চ দুপুর দুটোয় রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন , ঘোষণা রাজ্য়পালের

ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন লুক্সেমবার্গ সিঙ্গাপুর সুইজারল্যান্ড জাপান ফিনলান্ড ফ্রান্স কোরিয়া প্রজাতন্ত্রের মতো দেশের প্রতিনিধিরা। ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্ত রাজ্য, জাপান,ইতালি,অস্ট্রেলিয়া,ভুটান,নেপাল,থাইল্যান্ডের কনসাল জেনারেল।বৈঠকে রাজ্যের শিল্পসম্ভাবনায় পাশাপাশি উন্নয়নের ছবিও তুলে ধরা হয়।

Bengal Business Summit

বিভিন্ন দফতরের সচিবরা প্রেজেন্টেশনের স্বাস্থ্য,পর্যটন,ক্ষুদ্র কুটির শিল্প, কৃষি এবং সহযোগী শিল্প,তথ্যপ্রযুক্তি, খনি,তেল এবং গ্যাস ক্ষেত্রে রাজ্য সরকারের পরিকাঠামো উন্নয়ন এবং সম্ভাবনার দিকগুলি তুলে ধরেন।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা রাজ্য সরকারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ( Bengal Business Summit ) যোগ দিতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। সহযোগী দেশ হিসেবে সম্মেলনে থাকার ইচ্ছা প্রকাশ করেছে অনেক দেশ।

এই দিনের বৈঠকে বক্তব্য রাখেন রাজ্য শিল্পোন্নয়নের ( Bengal Business Summit ) চেয়ারম্যান রাজীব সিনহা। মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র উদ্বোধনী ভাষণ দেন। উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের সচিব সহ শীর্ষ আধিকারিকরা।

সম্পর্কিত পোস্ট