সব হিসেব গুলিয়ে বাংলার রাজ্যপাল হতে চলেছেন দেশের উপরাষ্ট্রপতি!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আদিবাসী মুখ দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে বিজেপি বুঝিয়ে দিয়েছিল তারা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া অংশকে নিজেদের পাশে পেতে চাইছে সেই সমীকরণ মেনেই মনে করা হয়েছিল দেশের দ্বিতীয় সাংবিধানিক পথ তথা উপরাষ্ট্রপতি পদে কোন মুসলিম সমাজের ব্যক্তিকে প্রার্থী করে তাদের বিরুদ্ধে ওঠা মুসলিম বিদ্বেষের অভিযোগ ধুয়ে ফেলতে চাইবেন মোদি-শাহরা।

কিন্তু সব হিসেব গুলিয়ে দিয়ে বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ভোটের জয় হেসে তাতে হাসতে হাসতেই জিতে যাওয়ার কথা ধনখড়ের। অর্থাৎ নির্বাচনের আগেই বা বিরোধীদের সিদ্ধান্ত ঘোষণা বেশ কিছুটা আগেই বলে দেওয়া যায় বাংলার রাজ্যপাল এবার বুঝতে চলেছেন উপরাষ্ট্রপতির মসনদে।

অথচ শনিবার সকাল পর্যন্ত জল্পনা ছিল সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করবে বিজেপি। এছাড়াও কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ নাজমা হেফতুল্লাহর নাম নিয়েও আলোচনা চলছিল। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম শনিবারের আগে কেউ অনুমানও করতে পারেনি। শনিবার দুপুর থেকে হঠাৎ করেই তাঁর নাম লুটিয়েন্স দিল্লির অন্দরমহলে প্রবলভাবে ভেসে ওঠে।

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে জেলায় জেলায় নতুন হাট বাজার

তবে কোন সমীকরণে ধনখড়কে নরেন্দ্র মোদি-অমিত শাহরা উপরাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নিলেন তা এখনও পর্যন্ত বিজেপির অন্দরে খুব একটা পরিষ্কার নয়। কেউ কেউ মনে করছেন বিজেপির শক্ত ঘাঁটি উত্তর ভারতের প্রতিনিধিকে দেশের উপরাষ্ট্রপতি করে বিশেষ বার্তা দিতে চেয়েছে শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য জগদীপ ধনখড়  হরিয়ানার ভূমিপুত্র।

তবে কেউ কেউ মনে করছেন রাজ্যপালের মতো সাংবিধানিক পদে থেকেও তিনি যেভাবে পদে পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করে গিয়েছেন এটা তারই পুরস্কার। তবে ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল বা বাকি বিরোধীদের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোন‌ও মন্তব্য করা হয়নি।

সম্পর্কিত পোস্ট