দুই মেদিনীপুরের বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়েকদিনের টানা বর্ষনে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। অতিবৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন এই সব জেলার অসংখ্য মানুষ।
দুই মেদিনীপুরে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এই পরিস্থিতিতে বন্যা দুর্গত এলাকায় ত্রান ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সংঘের পক্ষ থেকে কোথাও শুকনো খাবার আবার কোথাও রান্না করা খাবার ও প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা কবলিত মানুষদের মধ্যে।
ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, অন্যান্য জেলার থেকেও দুই মেদিনীপুরের অবস্থা সব থেকে খারাপ।
পুর্ব ভারতের পর পশ্চিম, তৃণমূলের পাখির চোখ গোয়া নির্বাচন
তাই মেদিনীপুরের সবং ব্লকের সারতা ৫নং অঞ্চলের বীরকোটা, চাঁন্দাগোবরা , সাতসাই , আদাশিমলা , ছাতারকোল , সরিষা, রামপুরা, ঝিকুরিয়া,সারতা, ছিনা সহ বিভিন্ন এলাকায় খিচুড়ি ও কিছু এলাকায় চিঁড়ে, মুড়ি, বিস্কুট ইত্যাদি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে।