আদালতের তৈরি কমিটি থেকে সরে দাঁড়ালেন ভুপিন্দর সিং মান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেড় মাসের ওপর সময় ধরে চলা দিল্লি সীমান্তে কৃষ্ক আন্দোলনের ইতি টানতে চার সদস্যের কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। সেই কমিটি থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি ভুপিন্দর সিং মান। কৃষকদের স্বার্থের সঙ্গে সমঝোতা তিনি করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
১৫ জানুয়ারি ফের নবম দফার বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। ঠিক তার আগেই নিজেকে সুপ্রিম কোর্টের তৈরি কমিটি থেকে সরিয়ে নিলেন ভুপিন্দর সিং মান। ফের বিষয়টি আদালতে উপস্থিত হতে চলেছে। সেখানেই আদালতের পরবর্তী অবস্থান স্পষ্ট হয়ে যাবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আমি একজন একটি কৃষক সংগঠনের নেতা। কৃষকদের যে আন্দোলন চলছে তাতে কৃষকদের এবং সাধারণ মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। পাঞ্জাব এবং দেশের কৃষকদের স্বার্থে তিনি যে কোনও পদ ছাড়তে রাজি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/farmers-of-punjab-protest-by-burning-paper-of-farmers-law-during-lohri-festival/
দীর্ঘ সময় ধরে কৃষক আন্দোলনের ইতি টানতে এবং কৃষকদের সমস্যার সমাধানের জন্য মঙ্গলবার কমিটি গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই কমিটিতে ভুপিন্দর সিং মানের নাম ঘোষণা করা হয়।চার জনের ওই কমিতিতে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ প্রমোদ কুমার যোশি, অশোক গুলাটি এবং শ্বেতকরি সংগঠনের প্রধান অনীল ঘানওয়াট।
কিন্তু কমিটি গঠনের মাধ্যমে সমঝোতার ব্যপারে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাননি কৃষকরা। কৃষকদের তরফে জানানো হয়েছে, যাদেরকে কমিটিতে রাখা হয়েছে তাঁদের প্রত্যেকেই সরকারের হয়ে কথা বলবেন।
এর আগে নয়া কৃষক আইনকে সমর্থন জানিয়েছিলেন ভুপিন্দর সিং মান। এমনকি গত মাসে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে দেখা করেন তিনি। রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য নিজের পদকে ব্যবহার করতেন তিনি। জানিয়েছেন কৃষকরা।